বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি বাংলা

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৪৫. ‘তেলেভাজা’ এর ব্যাসবাক্য কোনটি? ক) তেলেভাজা খ) তেল দিয়ে ভাজা গ) তেলে ডুবিয়ে ভাজা ঘ) তেলের মধ্যে ভাজা সঠিক উত্তর : ক) তেলেভাজা ৪৬. রাষ্ট্রপতি কোন লিঙ্গ? ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ গ) উভলিঙ্গ ঘ) ক্লীবলিঙ্গ সঠিক উত্তর : গ) উভলিঙ্গ ৪৭. খঁাটি বাংলা উপসগর্ কোনটি? ক) প্র খ) সম গ) নি ঘ) অঘা সঠিক উত্তর : ঘ) অঘা ৪৮. ‘সুবচন নিবার্সনে, নাটকটির রচয়িতা কে? ক) সেলিম আল দীন খ) আব্দুল্লাহ আল মামুন গ) মামুনুর রশীদ ঘ) আসকার ইবনে শাইখ সঠিক উত্তর : খ) আব্দুল্লাহ আল মামুন ৪৯. ‘চন্দ্র দ্বীপের উপাখ্যান’ এর রচয়িতা কে? ক) শামসুর রহমান খ) সৈয়দ শামসুল হক গ) আব্দুল গাফফার চৌধুরী ঘ) শওকত ওসমান সঠিক উত্তর : গ) আব্দুল গাফফার চৌধুরী ৫০. কোনটি ব্যতিক্রম? ক) নীড় সন্ধানী খ) নিষুতি রাতের গাথা গ) রাইফেল রোটি আওরাত ঘ) নদী নিঃশেষিত হলে সঠিক উত্তর : ঘ) নদী নিঃশেষিত হলে ৫১. বাংলা সাহিত্যেও প্রথম সাথর্ক ছোটগল্প কোনটি? ক) দেনা পাওনা খ) সমাপ্তি গ) খেঁায়ারি ঘ) শকুন্তলা সঠিক উত্তর : ক) দেনা পাওনা ৫২. কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যেও মিল্টনের সাথে তুলনা করা হয়? ক) কাজী নজরুল ইসলাম খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) নবীনচন্দ্র সঠিক উত্তর : গ) মাইকেল মধুসূদন দত্ত ৫৩. আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে? ক) বিহারীলাল চক্রবতীর্ খ) গোবিন্দচন্দ্র দাস গ) মোজাম্মেল হক ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর সঠিক উত্তর : ক) বিহারীলাল চক্রবতীর্ ৫৪. রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্যেও মূল পৃষ্ঠপোষক কে ছিলেন? ক) আলাওল খ) সৈয়দ সুলতান গ) দৌলত উজির বহরম খান ঘ) মাগন ঠাকুর সঠিক উত্তর : মাগন ঠাকুর ৫৫. বাংলা টপ্পা গানের জনক কে? ক) নিতাই বৈরাগী খ) রামনিধি গুপ্ত গ) এন্টনি ফিরিঙ্গ ঘ) ফকির গরিবুল্লাহ সঠিক উত্তর : খ) রামনিধি গুপ্ত ৫৬. সবর্প্রথম বঙ্গ নামেরউল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ক) আইন ই আকবরি খ) ঐতরেয় আরণ্যক গ) উপনিষদ ঘ) মহাভারত সঠিক উত্তর : খ) ঐতরেয় আরণ্যক