জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

ভ‚ত বলতে কী বোঝ?

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর তৈলচিত্রের ভ‚ত ১২। মামার শরীরে অশরীরী আত্মার প্রবেশ ঘটেছে, নগেনের এমন ধারণার কারণ তারÑ র. কুসংস্কারাচ্ছন্ন মন রর. অজ্ঞানতা ররর. বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ১৩। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণÑ র. আত্মগøানি কমানো রর. মামাকে শ্রদ্ধা জানানো ররর. মামার বাড়ি থেকে পালানো নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও। দীপু গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এলো। হঠাৎ একদিন বাড়ির পেছনের ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ১৪। উদ্দীপকের দীপুর সঙ্গে ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পের কার মিল রয়েছে? ক. নগেন খ. লেখক গ. মামা ঘ. পরাশর ডাক্তার সঠিক উত্তর : ক. নগেন ১৫। দীপুর ভয় পাওয়ার কারণÑ র. অজ্ঞতা রর. কুসংস্কার ররর. মৃত আত্মা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১৬। ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতেÑ ক. দুবর্লতার পরিচয় দিয়েছেন খ. সফল হয়েছেন গ. অদূরদশির্তার পরিচয় দিয়েছেন ঘ. ব্যথর্ হয়েছেন সঠিক উত্তর : খ. সফল হয়েছেন ১৭। ভ‚ত বলতে কী বোঝ? ক. প্রেতাত্মা খ. জিন-পরি গ. অদৃশ্য শক্তি ঘ. অমূলক ভীতি সঠিক উত্তর : ঘ. অমূলক ভীতি