জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

স্বাধীনতা যুদ্ধে কতজন ভারতীয় অফিসার ও জোয়ান প্রাণ হারান?

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ১০১। যুদ্ধবিরতি প্রস্তাবে কোন রাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে? (ক) সোভিয়েত ইউনিয়ন (খ) চীন (গ) জাপান (ঘ) মাকির্ন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর : (ক) সোভিয়েত ইউনিয়ন ১০২। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালির কমর্কান্ডের যে চিত্র পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য- (র) জনমত গঠন করা (রর) যুদ্ধাস্ত্র সংগ্রহ করা (ররর) অথর্ সংগ্রহ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর সঠিক উত্তর : (ঘ) র ও ররর ১০৩। মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে এসে দঁাড়ায় ভারতের অধিকাংশ- (র) বেসরকারি সংগঠন (রর) পেশাজীবী সম্প্রদায় (ররর) রাজনৈতিক দল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : ঘ) র,রর ও ররর ১০৪। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন ভারতীয় অফিসার ও জোয়ান প্রাণ হারান? (ক) ৩হাজার (খ) ৪ হাজার (গ) ৫হাজার (ঘ) ৬হাজার । সঠিক উত্তর : (খ) ৪ হাজার ১০৫। ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিমান ঘাটিতে হামলা চালায়? (ক) ২নভেম্বর (খ) ৩নভেম্বর (গ) ২ডিসেম্বর (ঘ) ৩ডিসেম্বর সঠিক উত্তর : (ঘ) ৩ডিসেম্বর ১০৬। মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান হলো- (র) এক কোটি শরণাথীের্ক আশ্রয় দান (রর) রাজাকারদের সহযোগিতা করা (ররর) শরণাথীের্দর ভরণপোষণের দায়িত্ব গ্রহণ নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও ররর ১০৭। কোন কোন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? (ক) ফ্রান্স ও যুক্তরাজ্য (খ) সৌদি আরব ও সোভিয়েত রাশিয়া (গ) যুক্তরাষ্ট্র ও চীন (ঘ) ভারত ও পাকিস্তান সঠিক উত্তর : (গ) যুক্তরাষ্ট্র ও চীন ১০৮। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা সভা-সমাবেশের আয়োজন করে অথর্ সংগ্রহ করে। তাদের এ কাজের উদ্দেশ্য কী ছিল? (ক) হাসপাতাল তৈরি (খ) বিদ্যালয় তৈরি (গ) মুক্তিযুদ্ধে সহায়তা (ঘ) দুস্তদের খাবার বিতরণ সঠিক উত্তর : (গ) মুক্তিযুদ্ধে সহায়তা ১০৯। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার টিক্কা খানকে সরিয়ে ডা.মালিককে গভনর্র নিযুক্ত করে দেন কেন? (ক) যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য (খ) বাঙালিদেরকে শান্ত করার জন্য (গ) টিক্কা খান অযোগ্য ছিলেন বলে (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য সঠিক উত্তর : (ঘ) বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য ১১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল- (র) চরমপত্র (রর) বজ্রকন্ঠ (ররর) ওরা এগারো জন। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ১১১। জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফ-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা সাদৃশ্যপূণর্? (ক) বিদেশি সাংবাদিক (খ) রাজাকার বাহিনী গঠন (গ) শান্তি কমিটির প্রধান (ঘ) আলবদর বাহিনী গঠন সঠিক উত্তর : (খ) রাজাকার বাহিনী গঠন ১১২। মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো কোন বাহিনী গঠন করে? (ক) রাজাকার বাহিনী (খ) মুজিব বাহনী (গ) আলবদর বাহিনী (ঘ) শান্তি কমিটি সঠিক উত্তর : (ক) রাজাকার বাহিনী