জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলে? উত্তর : ব্রাহ্মী লিপি। প্রশ্ন : চযার্পদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? উত্তর : অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়। প্রশ্ন : আধুনিকের পÐিতগণের মতে, নেপালে প্রাপ্ত চযার্পদের পুঁথির নাম কী? উত্তর : চযার্গীতি কোষ। প্রশ্ন : চযার্র প্রাপ্ত কোনসংখ্যক পদটি টীকাকার কতৃর্ক ব্যাখ্যা হয়নি? উত্তর : ১১ সংখ্যক পদ। প্রশ্ন : চযার্র প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূণর্ পাওয়া যায়নি? উত্তর : ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ। প্রশ্ন : চযার্র প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায়নি? উত্তর : ২৩ সংখ্যক পদ। প্রশ্ন : চযার্গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কতৃর্ক কবে প্রকাশিত হয়েছিল? উত্তর : ১৯১৬ সালে। প্রশ্ন : চযার্ সংগ্রহটিতে সবর্সমেত কয়টি চযার্গীতি ছিল? উত্তর : ৫১টি। প্রশ্ন : চযার্পদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর : ড. প্রবোধচন্দ্র বাগচী। প্রশ্ন : চযার্পদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? উত্তর : পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। প্রশ্ন : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চযার্পদে ভাষা বাংলা বলে প্রমাণ করেন? উত্তর : ১৯২৬ সালে।