জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

অভিধানের অপর নাম কী?

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

সুভাষ হালদার, সিনিয়র সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্রা, আজ তোমাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর ৪৫। কোন কোন পদের বচনভেদ হয়? ক) বিশেষ্য ও সবর্নাম খ) সবর্নাম ও ক্রিয়া গ) বিশেষ্য ও বিশেষণ ঘ) সবর্নাম ও অব্যয় সঠিক উত্তর : ক) বিশেষ্য ও সবর্নাম ৪৬। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয়যোগে গঠিত হয় কোন ধাতু? ক) সাধিত ধাতু খ) প্রযোজক ধাতু গ) নাম ধাতু ঘ) কমর্বাচ্যের ধাতু সঠিক উত্তর : গ) নাম ধাতু ৪৭। নিত্যবৃত্ত বতর্মানকালের উদাহরণ কোনটি? ক) মা খেতে ডেকেছেন খ) আমি ইংরেজি পড়া শেষ করেছি গ) ছেলেরা ফুটবল খেলছে ঘ) আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই সঠিক উত্তর : ঘ) আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই ৪৮। দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পঁাচ সঠিক উত্তর : খ) তিন ৪৯। প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি? ক) সাহিত্যিক খ) সুদিন গ) বিজ্ঞান ঘ) বিদ্যালয় সঠিক উত্তর : ক) সাহিত্যিক ৫০। মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি? ক) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে খ) তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না গ) ছেলেটি গরিব কিন্তু মেধাবী ঘ) এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না সঠিক উত্তর : ক) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে ৫১। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ক) কমা খ) সেমিকোলন গ) ড্যাস ঘ) হাইফেন সঠিক উত্তর : ঘ) হাইফেন ৫২। অভিধানের অপর নাম কী? ক) জ্ঞানকোষ খ) অথের্কাষ গ) শব্দকোষ ঘ) বিশ্বকোষ সঠিক উত্তর : গ) শব্দকোষ