শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
ভূমিধস

অধ্যায়-৮

৩৮। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?

র. টর্নেডো

রর. সুনামি

ররর. ঘূর্ণিঝড়

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : ৩৮. খ. র, রর ও ররর

৩৯। সুনামি কোন দেশি শব্দ?

ক. বাংলাদেশি

খ. বার্মিজ

গ. নেপালি

ঘ. জাপানি

সঠিক উত্তর : ঘ. জাপানি

৪০। সুনামি শব্দের অর্থ কী?

ক. সমুদ্রতীরের ঢেউ

খ. সমুদ্র মাঝের ঢেউ

গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ

ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ

সঠিক উত্তর : ক. সমুদ্রতীরের ঢেউ

৪১। সুনামির সময় সমুদ্রের ঢেউয়ের গতি ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?

ক. ৮০০-১৩০০

খ. ৭০০-১২০০

গ. ৯০০-১২০০

ঘ. ১০০০-১২০০

সঠিক উত্তর : ক. ৮০০-১৩০০

৪২। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?

ক. ১৫ খ. ১২

গ. ১১ ঘ. ১০

সঠিক উত্তর : ঘ. ১০

৪৩। জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?

ক. ২০০৮

খ. ২০০৯

গ. ২০১০

ঘ. ২০১১

সঠিক উত্তর : ঘ. ২০১১

৪৪। জাপানের রাজধানীর নাম কী?

ক. ওসাকা

খ. টোকিও

গ. বেইজিং

ঘ. কায়রো

সঠিক উত্তর : খ. টোকিও

৪৫। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদু্যৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?

ক. পাঁচটি

খ. চারটি

গ. তিনটি

ঘ. দুটি

সঠিক উত্তর : ক. পাঁচটি

৪৬। ভূমিধস কাকে বলে?

ক. পাহাড়ের মাটি ধসে পড়া

খ. মাটি ফেটে যাওয়া

গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া

ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া

সঠিক উত্তর : ক. পাহাড়ের মাটি ধসে পড়া

৪৭। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?

র. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা

রর. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা

ররর. কক্সবাজার, বান্দরবন, বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : গ. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও।

এয়ারকন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পরিবেশসচেতন শিক্ষক সাঈদ হোসেন এয়ারকন্ডিশনার ব্যবহার করেন না। তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান।

সাঈদ হোসেন একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। এজাতীয় দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশসচেতন করার জন্য অবিরত কাজ করে যাচ্ছেন।

৪৮. সাঈদ হোসেন কোন ধরনের দ্রব্য পরিহার করেছেন?

ক. অতি প্রয়োজনীয় দ্রব্য

খ. বিলাসদ্রব্য

গ. পরিবেশবান্ধব দ্রব্য

ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

সঠিক উত্তর : খ. বিলাসদ্রব্য

৪৯. সাঈদ হোসেনের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশসচেতন করার ফলে কোনটি হ্রাস পাবে?

ক. ঠান্ডা

খ. গরম

গ. বৈশ্বিক উষ্ণায়ন

ঘ. ফ্যানের ব্যবহার

সঠিক উত্তর : গ. বৈশ্বিক উষ্ণায়ন

৫০. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২৪ ভাগ

খ. ২৫ ভাগ

গ. ২৬ ভাগ

ঘ. ২৭ ভাগ

সঠিক উত্তর : খ. ২৫ ভাগ

৫১. দাবানলের ফলে কী হয়?

র. বনভূমি উর্বর হয়

রর. বৃক্ষসম্পদ নষ্ট হয়

ররর. জীববৈচিত্র্য নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : খ. রর ও ররর

৫২. কত নাম্বার বিপদসংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?

ক. ২ নাম্বার

খ. ৩ নাম্বার

গ. ৪ নাম্বার

ঘ. ৫ নাম্বার

সঠিক উত্তর : ঘ. ৫ নাম্বার

৫৩. আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?

ক. দক্ষিণ

খ. পূর্ব

গ. উত্তর

ঘ. পশ্চিম

সঠিক উত্তর : গ. উত্তর

৫৪. খরা মোকাবেলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?

ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে

খ. বৃষ্টির পানি ধরে রাখা বাদ দিতে হবে

গ. দুর্যোগকালে শুকনো খাবার মজুত না রাখা

ঘ. নগদ অর্থ মজুত না রাখা।

সঠিক উত্তর : ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে