মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
[ সাধারণ জ্ঞান ]

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
  ০৬ মার্চ ২০২১, ০০:০০

ফুটবল

ফুটবলের সম্রাট- কালো মানিক পেলে (ব্রাজিল)।

ফুটবলের রাজপুত্র বলা হয়- ম্যারাডোনাকে।

'টোটাল ফুটবলের জনক'- হল্যান্ডের জোহান ক্রুইক।

প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে, উরুগুয়ে।

প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়- উরুগুয়ে (রানার্স আপ আর্জেন্টিনা)।

বিশ্বকাপের প্রথম গোলদাতা- ফ্রান্সের লুই লরেন্ট।

বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ৪ বছর পরপর।

বিশ্বকাপ ট্রফির প্রথম নাম ছিল- জুলেরিমে কাপ।

বর্তমান বিশ্বকাপ ফুটবলের ট্রফির নাম- ফিফা বিশ্বকাপ।

নতুন ফিফা বিশ্বকাপ চালু হয়- ১৯৭৪ সাল থেকে।

ফিফা ট্রফির ভাস্কর- ইটালির সিনভিও গাজ্জানগা।

জুলে রিমে ট্রফির ভাস্কর- মঁশিয়ে আবেল লাফারিওর (ফ্রান্স)।

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা- ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩টি গোল)।

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা- ব্রাজিলের রোনালদো (১৫টি গোল)।

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা- জার্মানির গার্ড মুলার (১৪টি গোল)।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন দেশ- ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- দক্ষিণ আফ্রিকাতে।

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- ব্রাজিলে।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন বুট" চালু হয়- ১৯৮২ সালে (স্পেন বিশ্বকাপ)।

বিশ্বকাপ ফুটবলে "মাসকট" চালু হয়- ১৯৬৬ সালে (প্রথম মাসকট উইলি)।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন বল" চালু হয়- ১৯৮২ সালে (স্পেন বিশ্বকাপ)।

বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন গোল" চালু হয়- ১৯৯৮ সালে (ফ্রান্স বিশ্বকাপে)।

বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ২০০২ সালে।

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ- মিসর (১৯৩৮ সালে)।

১৯৬৬ সালে চুরি যাওয়া বিশ্বকাপ ট্রফিটি উদ্ধারে সহায়তাকারী কুকুরটির নাম- পিকলস।

বিশ্বকাপে প্রথম অংশ নেয়া এশিয়ার প্রথম দেশ- দক্ষিণ কোরিয়া (১৯৫৪ সালে)।

বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন- আর্জেন্টিনার গিলসো স্টাবিল।

বিশ্বকাপ ফুটবল ২০১০-এর চ্যাম্পিয়ন দেশ- স্পেন, রানার্সআপ দেশ- নেদারল্যান্ড।

-বিশ্বকাপে অবিনশ্বর রেকর্ড-

সবচেয়ে বেশি শিরোপা জয় ব্রাজিলের পাঁচবার।

বিশ্বকাপে সবচেয়ে বেশি উপস্থিতি ব্রাজিল ১৯ বার।

৩ বার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৭০)।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা পেয়ার লোথার ম্যাথিউস (জার্মানি ২৫টি ম্যাচ)।

বিশ্বকাপে কনিষ্ঠতম ফুটবলার নরমান হোয়াইটসাইট (১৭ বছর ৪১ দিন, আয়ারল্যান্ড)।

সবচেয়ে বেশি গোল রোনালদোর (ব্রাজিল) ১৫টি।

এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল জঁ্যা ফন্টেইন ১৩টি।

সর্বকনিষ্ঠ গোলদাতা পেলে (ব্রাজিল ১৭ বছর ২৩৯ দিন)।

সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক পেলে (১৭ বছর ২৪৯ দিন, ১৯৫৮ সালে ব্রাজিল- সুইডেন খেলায়)।

সবচেয়ে বেশি বয়সি গোলদাতা রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)।

সবচেয়ে দ্রম্নততম গোল ১১ সেকেন্ডে হাকান সুকুর (তুরস্ক)।

সবচেয়ে বেশি গোলের ম্যাচ (৭-৫) আর্জেন্টিনা- সুইজারল্যান্ড ১৯৫৪।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা- ১৬ ম্যাচ।

খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয় মারিয়ো জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

বেঞ্চে থেকেও লাল কার্ড দেখা খেলোয়াড় ক্লদিও ক্যানিজিয়া (আর্জেন্টিনা) ২০০২ সালে।

- রোল অব অনার (বিশ্বকাপ ফুটবল ১ম-১৯তম)-

সাল স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্স আপ ফলাফল ১৯৩০ উরুগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা ৪-২ ২০০২ কোরিয়া-জাপান ব্রাজিল জার্মানি ২-০ ২০০৬ জার্মানি ইতালি ফ্রান্স ৫-৩ পেনাল্টি ২০১০ দক্ষিণ আফ্রিকা স্পেন নেদারল্যান্ড ১-০

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে