বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৭ মার্চ ২০২১, ০০:০০
ব্যঞ্জনবর্ণ কতটি ?

৬৩। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?

ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ

গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম

সঠিক উত্তর : ঘ. প ফ ব ভ ম

৬৪। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি

সঠিক উত্তর : গ. মহাপ্রাণ ধ্বনি

৬৫। নাসিক্য ধ্বনি কোনটি?

ক. ঙ, ঞ খ. ন, শ

গ. ঠ, ঞ ঘ. ষ, ঙ

সঠিক উত্তর : ক. ঙ, ঞ

৬৬। ত-বর্গের বর্ণ কোনটি?

ক. ট খ. ণ

গ. ড ঘ. ন

সঠিক উত্তর : ঘ. ন

৬৭। নাসিক্য ধ্বনি কোনটি?

ক. ণ, ম খ. ড, ণ

গ. ন, প ঘ. ণ, প

সঠিক উত্তর : ক. ণ, ম

৬৮। প্রতিটি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিগুলোকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর : গ. অল্পপ্রাণ ধ্বনি

৬৯। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে?

ক. অল্পপ্রাণ ধ্বনি খ. মহাপ্রাণ ধ্বনি

গ. অঘোষ ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি

সঠিক উত্তর : খ. মহাপ্রাণ ধ্বনি

৭০। অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ?

ক. গ, ঘ, চ খ. ট, ঠ, ড

গ. ক, গ, ঙ ঘ. ক, ট, দ

সঠিক উত্তর : গ. ক, গ, ঙ

৭১। স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক. দুই

৭২। প্রতিটি বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর : ক. ঘোষ ধ্বনি

৭৩। 'ধ-এর উচ্চারণ স্থান কোনটি?

ক. দন্তমূল খ. অগ্র দন্তমূল

গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্রতালু

সঠিক উত্তর : খ. অগ্র দন্তমূল

৭৪। ব্যঞ্জনবর্ণ কতটি?

ক. ৩৭টি খ. ৩৯টি

গ. ৩৮টি ঘ. ৪০টি

সঠিক উত্তর : খ. ৩৯টি

৭৫। কোনটি ঘোষধ্বনি?

ক. ক খ. ত

গ. দ ঘ. থ

সঠিক উত্তর : গ. দ

৭৬। কোনটি উষ্ম ধ্বনি?

ক. অ খ. ক

গ. আ ঘ. ষ

সঠিক উত্তর : ঘ. ষ

৭৭। স্পর্শ ধ্বনি মোট কতটি?

ক. ৫০টি খ. ২৫টি

গ. ১১টি ঘ. ৫টি

সঠিক উত্তর : খ. ২৫টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে