বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ০০:০০

ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের দিনটি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর মু্যরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. আনোয়ার খসরু পারভেজ ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম। ৭ মার্চ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর এম রোস্তম আলী এক বাণীতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইতিহাস বদলে দেওয়ার ভাষণ। শ্রদ্ধাজ্ঞাপন শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. আনোয়ার খসরু পারভেজ বলেন, জাতির পিতা তার সারাটা জীবন বাংলার মানুষের কথা বলেছেন।

আরও শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, ব্যবসায় প্রশাসন বিভাগ, বাংলা বিভাগ, রসায়ন পরিবার, ইংরেজি বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তর, রোভার স্কাউটস গ্রম্নপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মো. হাবিবুলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে