বাংলা দ্বিতীয়পত্র

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
ব্যঞ্জনধ্বনি
৭৮. নিচের কোন দুটি ধ্বনি অন্তঃস্থ ধ্বনি? ক. শ ও হ খ. ষ ও স গ. য ও ব ঘ. ন ও ম সঠিক উত্তর : গ. য ও ব ৭৯. 'ন'-এর উচ্চারণ স্থান কোনটি? ক. জিহ্বা মূল খ. দন্ত গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ সঠিক উত্তর : খ. দন্ত ৮০. কোন ধ্বনিগুলোকে শ্রম্নতিযোগ্য করে উচ্চারণ করতে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়? ক. উষ্ম ধ্বনি খ. ঘোষধ্বনি গ. ব্যঞ্জনধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি সঠিক উত্তর : গ. ব্যঞ্জনধ্বনি ৮১. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? ক. অ খ. আ গ. ই ঘ. ঈ সঠিক উত্তর : ক. অ ৮২. বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক. চার ভাগে খ. পাঁচ ভাগে গ. ছয় ভাগে ঘ. তিন ভাগে সঠিক উত্তর : খ. পাঁচ ভাগে ৮৩. 'একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি'-এ সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ খ. ডক্টর মুহম্মদ এনামুল হক গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর : খ. ডক্টর মুহম্মদ এনামুল হক ৮৪. সন্ধি প্রধানত কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর : ক. দুই ৮৫. তৎসম সন্ধির নিয়ম প্রয়োগ করে ভিন্ন নিয়মে যে সন্ধি করা হয়, তাকে কী বলে? ক. বিসর্গ সন্ধি খ. সংস্কৃতগত সন্ধি গ. ব্যঞ্জন সন্ধি ঘ. খাঁটি বাংলা সন্ধি সঠিক উত্তর : ঘ. খাঁটি বাংলা সন্ধি ৮৬. সন্ধির উদ্দেশ্য কী? ক. শব্দের মিলন খ. বর্ণের মিলন গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন সঠিক উত্তর : গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন ৮৭. 'রাজ্ঞী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. রাজ্‌ + নী খ. রাজ + নি গ. রাগ + নী ঘ. রাজ্ঞ + নী সঠিক উত্তর : ক. রাজ্‌ + নী ৮৮. এক পদে কোন সন্ধি হয়? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জন সন্ধি গ. নিত্য সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর : গ. নিত্য সন্ধি ৮৯. সন্ধির নিয়মানুসারে ক্‌-এর স্বরধ্বনি থাকলে ক্‌-স্থানে কী হয়? ক. গ খ. গ গ. চ্‌ ঘ. চ সঠিক উত্তর : ক. গ ৯০. সন্ধির নিয়মানুসারে ট্‌-এর পর স্বরধ্বনি থাকলে ট্‌-স্থানে কী হয়? ক. গ্‌ খ. ড্‌ গ. ট ঘ. ঠ্‌ সঠিক উত্তর : খ. ড্‌