[ সাধারণ জ্ঞান ]

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
-ক্রিকেট- বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান- দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন অপরাজিত ১৮৮ রান (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে)। ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট সংগ্রহকারী বোলার -ওয়াসিম আকরাম (পাকিস্তান)। একদিনের ক্রিকেটের ইতিহাসে কোন দলের ১১নং ব্যাটসম্যানের রেকর্ড- শোয়েব আখতার (৪৩ রান ইংল্যান্ডের বিরুদ্ধে)। বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রান- বারমুডার বিপক্ষে ভারতের ৪১৩ রান। বিশ্বকাপের ইতিহাসে ১ ইনিংসে সর্বোচ্চ ৬- ইমরান নাজির (৮টি ৬ মারেন নবম বিশ্বকাপ ফাইনালে)। অষ্টম বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র খেলোয়াড় কাম কোচ- নামিবিয়ার কোচ লেনি লুই। অষ্টম বিশ্বকাপ কোন খেলোয়াড় দুটি ভিন্ন রেকর্ড করেন- নামিবিয়ার বোলার রুডি ফনফুরেন। তিনি নামিবিয়ার হয়ে বিশ্বকাপ ক্রিকেট ও নামিবিয়ার হয়ে রাগবি ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে এক অসাধারণ রেকর্ড করেন। প্রথম রঙিন পোশাকে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- ১৯৯২ সালে। বিশ্বকাপে সর্বপ্রথম বলটি করেন- ভারতের মদন লাল (লর্ডসে) ১৯৭৫ সালে। বিশ্বকাপে প্রথম বলটি খেলেন- ইংল্যান্ডের জনজেমসন (লর্ডসে) ১৯৭৫ সালে। বিশ্বকাপে প্রথম খেলায় অংশগ্রহণ করে- ভারত বনাম ইংল্যান্ড ১৯৭৫ সালে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়ী দল- ইংল্যান্ড। প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়- ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম শতরান করেন- ইংল্যান্ডের ডেনিস অ্যামিস (লর্ডসে) ১৯৭৫ সালে ভারতের বিপক্ষে- উদ্বোধনী ম্যাচ (১৩৭ রান)। বিশ্বকাপ ক্রিকেটে বেশি বয়সে অভিষেক হওয়া খেলোয়াড়- ইংল্যান্ডের জন প্রিঙ্গল। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট- প্রথম স্বীকৃত টুয়েন্টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)। প্রথম টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ১১-২৪ সেপ্টেম্বর, ২০০৭, দক্ষিণ আফ্রিকা। প্রথম টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের মাসকট - ১১-২৪ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকা। প্রথম টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের মাসকট- ড. বিট প্রথম টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ান - ভারত (রানার্স আপ পাকিস্তান) টুয়েন্টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২ বছর পর পর আন্তর্জাতিক টুয়েন্টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান- ক্রিস গেইল (২০০৭) আন্তর্জাতিক টুয়েন্টি-২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিককারী বোলার- ব্রেটে লি (২০০৭) তৃতীয় টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ান - ইংল্যান্ড (রানার্স আপ অস্ট্রেলিয়া) টুয়েন্টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক রানের অধিকারী - মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) টুয়েন্টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি- শহীদ আফ্রিদি (পাকিস্তান) বাংলাদেশের ক্রিকেট- বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় ১৯৯৯ সালে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে- ১৫ জুন, ১৯৯৭। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে- ২৬ জুন, ২০০০। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে- ভারতের সঙ্গে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (২০০০ সালে)। ওয়ানডে এবং টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী- হাবিবুল বাশার। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী- সাকিব আল হাসান। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান- মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)। বাংলাদেশের টেস্ট হ্যাটট্রিককারী বোলার- অলক কাপালি (৩২ তম)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের বাংলাদেশের একমাত্র হ্যাটট্রিককারী বোলার- মোহাম্মদ শাহাদাত হোসেন (২১ তম)। বাংলাদেশ টেস্ট সিরিজে জয়ী হয়- জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশের সফল বোলার- মোহাম্মদ রফিক। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কোচ- জিমি সিডন্স (অস্ট্রেলিয়া)। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের অধিকারী- মোহাম্মদ আশরাফুল (১৫৮ রান)। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর- ৩০১ রান (কেনিয়ার বিরুদ্ধে)।