ইবিতে আইটি গ্র্যাজুয়েটদের ওয়েবিনার

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'আইটি গ্র্যাজুয়েটদের জন্য জাপানে চাকরির সুযোগ ও প্রস্তুতি' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের প্রফেসর ডক্টর এম আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর নজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (আইইই)-এর বাংলাদেশ শাখার সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ডক্টর সেলিয়া শাহনাজ। ওয়েবিনারে বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হাবিবুর রহমানের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন জাপান-বাংলাদেশ রোবটিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌস। ওয়েবিনারে আইটি গ্র্যাজুয়েটদের জাপানে যেসব চাকরির সুযোগ-সুবিধা এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে আলোচনা করেছেন বক্তারা। বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপস্নবে রোবোটিকস ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অনেক। বাংলাদেশে আইটি গ্র্যাজুয়েটরা জাপানে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে রোবটিক্স ইঞ্জিনিয়ারিংকে উন্নত করতে পারবে।