বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

নতুনধারা
  ০৯ মার্চ ২০২১, ০০:০০
আপডেট  : ২৮ মার্চ ২০২১, ১৫:৪৪

প্রশ্ন : জার্মানি ছাড়া কোন দেশে প্রায় সব নাগরিক জার্মান ভাষায় কথা বলে? উত্তর : অস্ট্রিয়া। প্রশ্ন : যুক্তরাষ্ট্র জাপানের কোন শহরে দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে? উত্তর : নাগাসাকিতে। প্রশ্ন :ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে কোথায়? উত্তর : রাশিয়ায় প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের যে অধিবাসী ৯৭ বছর বয়সে ডিপেস্নামা ডিগ্রি অর্জন করেছেন তার নাম কী? উত্তর : নবতিপর কোলাজিও ভানির প্রশ্ন : আঙ্কারার প্রাচীন নাম- উত্তর : অ্যাঙ্গোলা (তুরস্ক)। প্রশ্ন : বারকিনা ফাসোর প্রাচীন নাম- উত্তর : আপার ভোল্টা। প্রশ্ন : জিবুতির প্রাচীন নাম- উত্তর : আফার ও ইসা। প্রশ্ন : ইথিওপিয়ার প্রাচীন নাম- উত্তর : আবিসিনিয়া/সোমালিল্যান্ড। প্রশ্ন : ভারতের প্রাচীন নাম- উত্তর : হিন্দুস্থান। প্রশ্ন : কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের প্রাচীন নাম- উত্তর : ইন্দোচীন। প্রশ্ন : সাবার প্রাচীন নাম- উত্তর : বোর্নিও। প্রশ্ন : জাম্বিয়ার প্রাচীন নাম- উত্তর : রেডেশিয়া। প্রশ্ন : টুভ্যালুর প্রাচীন নাম- উত্তর : এলিস দ্বীপপুঞ্জ। প্রশ্ন : কঙ্গো প্রজাতন্ত্রের প্রাচীন নাম- উত্তর : জায়ারে। প্রশ্ন : ইস্তাম্বুলের প্রাচীন নাম- উত্তর : কনস্টান্টিনোপল। প্রশ্ন : কম্পুচিয়ার প্রাচীন নাম- উত্তর : কম্বোডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে