ড্যাফোডিলে যুব সম্মেলন

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে সোস্যাল বিজনেস স্টুডেন্ট ফোরামের (এসবিএসএফ) আয়োজনে ‘বাধর্ক্যবিষয়ক যুব সম্মেলন ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। পল্লী কমর্ সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে¡ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান ড. মো. সবুর খান, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রধান নিবার্হী কমর্কতার্ ও স্যার ইউলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, জাতীয় প্রবীণ মঞ্চের সদস্য সচিব আবুল হাসিব খান, বয়স্ক পুনবার্সন কেন্দ্রের পরিচালক মাসুমা খাতুন লিপি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সম্মেলনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাথীর্ মো. রিফাত একটি প্রবীণবান্ধব মোবাইল অ্যাপের ধারণা উপস্থাপন করেন।