যবিপ্রবিতে নতুন বিভাগ

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বিভিন্ন অনুষদের অধীনে ছয়টি নতুন বিভাগ খুলছে। বিভাগগুলো হলোÑ বাংলা, লেদার টেকনোলজি, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাসির্ং অ্যান্ড হেলথ্ সায়েন্স, ফিজিক্যাল মেডিসিন-ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিয়েটেশন এবং মাকেির্টং। ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম রিজেন্ট বোডের্ এই ছয়টি বিভাগ খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিষয়গুলো খোলার বিষয়ে দীঘর্ আলোচনা হয়। রিজেন্ট বোডের্ জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সবোর্চ্চ নীতি-নিধার্রণী ফোরাম রিজেন্ট বোডের্র অনুমোদনের পর এখন চ‚ড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে পরবতীর্ শিক্ষাবষর্ থেকে বিষয়গুলোর একাডেমিক কাযর্ক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়। বতর্মানে সাতটি অনুষদের অধীনে যবিপ্রবিতে ২২টি বিভাগ রয়েছে। যবিপ্রবি ভিসি ও রিজেন্ট বোডের্র সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচাযর্্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কমর্কতার্ ড. মো. সিরাজুল ইসলাম।