জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রণীত হয়? উত্তর : ১৯৭৯ সালে। (বাংলাদেশের মৎস্যসম্পদ) প্রশ্ন : প্রাণিজ আমিষের প্রধান উৎস কী? উত্তর : মাছ। প্রশ্ন : বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারি ও খামার আছে? উত্তর : ৮৬টি। প্রশ্ন : বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত? উত্তর : ২৭০। প্রশ্ন : বতর্মানে সমুদ্র উপক‚ল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ? উত্তর : ২৭ ভাগ। প্রশ্ন : চিংড়ি চাষ কর আইন কবে প্রণীত হয়? উত্তর : ১৯৯২ সালে। প্রশ্ন : বাংলাদেশে সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত? উত্তর : ১,৬৬,০০০ বগর্ কি.মি.। প্রশ্ন : বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর : ময়মনসিংহ। প্রশ্ন : চিংড়ি মাছের ওপর গবেষণা হয় কোথায়? উত্তর : খুলনার পাইকগাছায়।