বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১০ এপ্রিল ২০২১, ০০:০০

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

তৃতীয় অধ্যায়

১২. আইনের মূল কথা কোনটি?

(ক) আইনের চোখে সবাই সমান

(খ) বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

(গ) ব্যক্তি স্বাধীনতার রক্ষক

(ঘ) রীতিনীতির সঙ্গে সম্পর্কযুক্ত

সঠিক উত্তর : (ক) আইনের চোখে সবাই সমান

১৩. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?

(ক) আন্তর্জাতিক আইন

(খ) সাংবিধানিক আইন

(গ) প্রশাসনিক আইন

(ঘ) বেসরকারি আইন

সঠিক উত্তর: (খ) সাংবিধানিক আইন

১৪. কোনটিকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়?

(ক) রাষ্ট্র (খ) সাম্য

(গ) সংবিধান (ঘ) আইন

সঠিক উত্তর : (ঘ) আইন

১৫. রাষ্ট্র বা সার্বভৌম আইনের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করে?

(ক) আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সাহায্য করে

(খ) বেসরকারি কর্র্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে

(গ) মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

(ঘ) ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে

সঠিক উত্তর : (ক) আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সাহায্য করে

১৬. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেটি কোনটিতে পরিণত হয়?

(ক) আইনে (খ) সংবিধানে

(গ) মতবাদে (ঘ) প্রথায়

সঠিক উত্তর : (ক) আইনে

১৭. মানুষ কেন আইন মান্য করে?

(ক) পুলিশের ভয়ে (খ) শাস্তির ভয়ে

(গ) নৈতিকতার জন্য (ঘ) আইন-শৃঙ্খলা রক্ষার জন্য

সঠিক উত্তর : (খ) শাস্তির ভয়ে

১৮. মানুষের মঙ্গলের জন্য কী প্রণয়ন করা হয়?

(ক) স্বাধীনতা

(খ) সংবিধান

(গ) আইন

(ঘ) সাম্য

সঠিক উত্তর : (গ) আইন

১৯. কোনটি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে?

(ক) ধর্মীয় চেতনা (খ) সংবিধান

(গ) মূল্যবোধ (ঘ) আইন

সঠিক উত্তর : (ঘ) আইন

২০. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোনটি জানা আবশ্যক বলে তুমি মনে কর?

(ক) নাগরিক জীবনের আইনের শাসনের গুরুত্ব

(খ) শাসন বিভাগের ক্ষমতা

(গ) জাতীয় সংসদের কার্যাবলি

(ঘ) আইনের উৎস

সঠিক উত্তর : (ক) নাগরিক জীবনের আইনের শাসনের গুরুত্ব

২১. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?

(ক) বৈদেশিক বাণিজ্যের জন্য

(খ) নাগরিকের সুখ-শান্তির জন্য

(গ) শত্রম্নর মোকাবিলা করতে

(ঘ) প্রবৃদ্ধি অর্জন করতে

সঠিক উত্তর : (খ) নাগরিকের সুখ-শান্তির জন্য

২২. কোনটি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত?

(ক) বৈধ পেশা গ্রহণ

(খ) নির্বাচিত হওয়া

(গ) মতামত প্রকাশ

(ঘ) ভোট দেওয়া

সঠিক উত্তর : (ক) বৈধ পেশা গ্রহণ

২৩. স্বাধীনতার কোন বৈশিষ্ট্য অন্যকে স্পর্শ করে না?

(ক) জাতীয় (খ) সামাজিক

(গ) ব্যক্তিগত (ঘ) রাজনৈতিক

সঠিক উত্তর : (গ) ব্যক্তিগত

২৪. কীসের কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়?

(ক) সীমাহীন স্বাধীনতা (খ) সামাজিক প্রথা

(গ) বিভিন্ন সামাজিক গোষ্ঠী (ঘ) ধর্মীয় ভিন্নতা

সঠিক উত্তর : (ক) সীমাহীন স্বাধীনতা

২৫. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?

(ক) ধর্ম (খ) প্রথা

(গ) সমাজের রীতি (ঘ) বিচারকের রায়

সঠিক উত্তর : (খ) প্রথা

২৬. ব্রিটেনের আইন সাধারণত কোন প্রকৃতির?

(ক) ন্যায়বোধ (খ) ধর্ম

(গ) বিজ্ঞানসম্মত (ঘ) প্রথা

সঠিক উত্তর : (ঘ) প্রথা

২৭. বেসরকারি আইনে কোনটি পরিলক্ষিত হয়?

(ক) রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক

(খ) রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক

(গ) ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক

(ঘ) সমাজের সঙ্গে সমাজের সম্পর্ক

সঠিক উত্তর : (গ) ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক

২৮. আইন নাগরিকের কোনটি সম্প্রসারিত করে?

(ক) স্বাধীনতা (খ) সাম্য

(গ) কর্তব্য (ঘ) অধিকার

সঠিক উত্তর : (ক) স্বাধীনতা

২৯. শাস্তির ভয়ে মানুষ কোনটি থেকে বিরত থাকে?

(ক) স্বাভাবিক কর্মকান্ড (খ) অপরাধ

(গ) সামাজিক সংস্কার (ঘ) অধিকর

সঠিক উত্তর : (খ) অপরাধ

৩০. গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে কোনটি?

(ক) আইনের শাসন (খ) সরকার

(গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধানমন্ত্রী

সঠিক উত্তর : (ক) আইনের শাসন

৩১. সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে কী বলা হয়?

(ক) স্বাধীনতা (খ) সাম্য

(গ) আইন (ঘ) মূল্যবোধ

সঠিক উত্তর : (গ) আইন

৩২. সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। এ থেকে কী বোঝা যায়?

(ক) আইন সার্বজনীন

(খ) আইন বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত

(গ) আইন নিয়ম-কানুনের সমষ্টি

(ঘ) আইন ব্যক্তি স্বাধীনতর রক্ষক

সঠিক উত্তর : (ক) আইন সার্বজনীন

৩৩. রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনর জন্য কোন আইন প্রণয়ন করা হয়?

(ক) সাধারণ আইন

(খ) ফৌজদারি আইন ও দন্ডবিধি

(গ) প্রশাসনিক আইন

(ঘ) সাংবিধানিক আইন

সঠিক উত্তর : (খ) ফৌজদারি আইন ও দন্ডবিধি

৩৪. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখর জন্য কোন আইন প্রণয়ন করা হয়?

(ক) আন্তর্জাতিক আইন

(খ) সাংবিধানিক আইন

(গ) বেসরকারি আইন

(ঘ) সরকারি আইন

সঠিক উত্তর : (ঘ) সরকারি আইন

৩৫. কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে?

(ক) প্রশাসনিক আইন

(খ) সাংবিধানিক আইন

(গ) বেসরকারি আইন

(ঘ) সরকারি আইন

সঠিক উত্তর : (গ) বেসরকারি আইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে