মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ০০:০০
গরিলা ও শিম্পাঞ্জি

প্রশ্ন: বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশ কে?

উত্তর: আফ্রিকা।

প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ-

উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর: বিষুবরেখা।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর: কর্কটক্রান্তি রেখা।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর: মকরক্রান্তি রেখা।

প্রশ্ন: গরিলা ও শিম্পাঞ্জি আফ্রিকার কোন বনভূমিতে বাস করে?

উত্তর: নিরক্ষীয় নিবিড় বনভূমিতে।

প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ?

উত্তর: আড়াই গুণ।

প্রশ্ন: কালাহারি মালভূমি কোথায় অবস্থিত?

উত্তর: দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানা।

প্রশ্ন: সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত?

উত্তর: কেনিয়া, সুদান, তানজানিয়া ও জিম্বাবুয়ে।

প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম মরুভূমি-

উত্তর: সাহারা (৩৫,০০০,০০ বর্গ কি.মি.)।

প্রশ্ন: আফ্রিকার গভীরতম হ্রদ-

উত্তর: ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে