শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
[ বাংলা ]

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

ম ইঞ্জি. মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
  ১১ এপ্রিল ২০২১, ০০:০০
'হুতোম পঁ্যাচা'

৭৬. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

ক. আনোয়ার পাশা খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র

গ. কুচবরণের কন্যা ঘ. সোনার শিকল

সঠিক উত্তর: গ. কুচবরণের কন্যা।

৭৮. কোন উক্তিটি ঠিক?

ক. বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলার এক প্রকার কাহিনী কাব্য

খ. বৈষ্ণব পদাবলি বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা

গ. বৈষ্ণব পদাবলি পদ্যে রচিত চৈতন্য দেবের জীবনী বিশেষ

ঘ. বৈষ্ণব পদাবলি রাধা ও কৃষ্ণের প্রেমের অনুভূতি সংবলিত এক প্রকার গান

সঠিক উত্তর : ঘ. বৈষ্ণব পদাবলি রাধা ও কৃষ্ণের প্রেমের অনুভূতি সংবলিত এক প্রকার গান।

\হ

৭৯. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?

ক. সে পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে

খ. সে চট্টগ্রাম গিয়েছে

গ. সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে

ঘ. সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

সঠিক উত্তর: ঘ. সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে।

৮০. 'কূপমন্ডূক' বাগ্‌ধারাটি দ্বারা কি বোঝায়?

ক. সীমিত জ্ঞানের মানুষ খ. সাধারণ মানুষ

গ. বিশ্বাস প্রবণ ঘ. অলস

সঠিক উত্তর: ক. সীমিত জ্ঞানের মানুষ।

৮১. 'পা ধুইবার জল' সংকোচন করলে কি হয়?

ক. পঙ্কজ খ. পাদণ

গ. প্রিয়ংবদা ঘ. পাদ্য

সঠিক উত্তর: ঘ. পাদ্য।

৮২. আনারস, আলকাতরা, কেরানি, আলমারি, চাবি এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?

ক. ওলন্দাজ খ. তুর্কী

গ. পর্র্তুগীজ ঘ. ফারসি

সঠিক উত্তর: গ. পর্তুগীজ

৮৩. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক. তেমাথা খ. চা-বিস্কুট

গ. মনগড়া ঘ. হাতাহাতি

সঠিক উত্তর: ঘ. হাতাহাতি।

৮৪. 'হুতোম পঁ্যাচার' নকশার রচয়িতা কে?

ক. কালীপ্রসন্ন সিংহ খ. শওকত ওসমান

গ. দীনবন্ধু মিত্র ঘ. ভূদেব মুখোপাধ্যায়

সঠিক উত্তর: ক. কালীপ্রসন্ন সিংহ।

৮৬. বাংলাসাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের 'আলালের ঘরের দুলাল' কোন সালে প্রকাশিত হয়?

ক. ১৯৩৪ খ. ১৮৫৮

গ. ১৯৪৭ ঘ. ১৮৭৩

সঠিক উত্তর: খ. ১৮৫৮।

৮৮. 'মোসলেম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. মীর মশাররফ হোসেন

খ. মোজাম্মেল হক

গ. মুন্সী মো. রিয়াজ উদ্দিন

ঘ. মাওলানা আকরাম খাঁ

সঠিক উত্তর: খ. মোজাম্মেল হক।

৮৯. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?

ক. কাগজ ও পত্র = কাগজপত্র

খ. সাপে ও নেউলে = সাপে নেউলে

গ. কাগজ ও কলম = কাগজ কলম

ঘ. যাকে ও তাকে = যাকে তাকে

সঠিক উত্তর: খ. সাপে ও নেউলে = সাপে নেউলে।

৯০. 'দুধের মাছি'-এর সঠিক অর্থ কোনটি?

ক. চাটুকার খ. স্বার্থপর

গ. সুসময়ের বন্ধু ঘ. সুযোগ সন্ধানী

সঠিক উত্তর: গ. সুসময়ের বন্ধু।

৯১. বাংলা ভাষার আদি স্বরের স্থিতিকাল কোনটি?

ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী

খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ঘ. ত্রয়োদশ থেকে সপ্তম শতাব্দী

সঠিক উত্তর: ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী।

৯২. 'কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।' উদ্ধৃতাংশটুকু রবিঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?

ক. শেষের কথা খ. করুণা

গ. কাবুলিওয়ালা ঘ. হৈমন্তী

সঠিক উত্তর:গ. কাবুলিওয়ালা।

৯৩. 'ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট', এই ইটকে বাংলা ভাষায় কি বলে?

ক. বর্ণ খ. কথা

গ. বাক্য ঘ. ব্যাকরণ

সঠিক উত্তর: ক. বর্ণ।

৯৪. 'পঁ্যাচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা

\হজান না আমার সঙ্গে সূর্যের শত্রম্নতা।' এর মূল প্রতিপাদ্য কোনটি?

ক. বাগাড়ম্বর

খ. হীনম্মন্যতা

গ. অপরকে দুশমন মনে করা

ঘ. নিজের ঢোল নিজে পিটানো

সঠিক উত্তর: খ. হীনম্মন্যতা।

৯৫. উপশহর শব্দটি কোন সমাস?

ক. দ্বন্দ্ব খ. দ্বিগু

গ. অব্যয়ীভাব ঘ. কর্মধারয়

সঠিক উত্তর: গ. অব্যয়ীভাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে