প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ([ বাংলা ])

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

ম ইঞ্জি. মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
আনারস শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা নিয়ে আলোচনা করা হলো ১১২. বাংলা ভাষার শব্দের আগে বসে কোনটি? ক. অনুসর্গ খ. উপসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তি সঠিক উত্তর: খ. উপসর্গ। ১১৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম কী? ক. সওগাত খ. দিকদর্শন গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ সঠিক উত্তর: ঘ. সমাচার দর্পণ। ১১৪. 'মহাশ্মশান' মহাকাব্যের কবির নাম কী? ক. কায়কোবাদ খ. ফররুখ আহমেদ গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কবি কালিদাস সঠিক উত্তর: ক. কায়কোবাদ। ১১৫. সমাস নিষ্পন্ন পদটির নাম কী? ক. অব্যয় পদ খ. বিগ্রহ পদ গ. সমস্যমান পদ ঘ. সমস্ত পদ সঠিক উত্তর: ঘ. সমস্ত পদ। ১১৬. কবি জসীমউদ্‌দীনের জীবনকাল কোনটি? ক. ১৯০৩-১৯৭৬ খ. ১৮৮৯-১৯৫৬ গ. ১৮৯৯-১৯৭৯ ঘ. ১৯১০-১৯৮৭ সঠিক উত্তর: ক. ১৯০৩-১৯৭৬। ১১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় খ. বাধাবিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয় সঠিক উত্তর: ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ১১৮. আনারস এবং চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ক. পর্তুগিজ খ. আরবি গ. ওলন্দাজ ঘ. দেশি সঠিক উত্তর: ক. পর্তুগিজ। ১১৯. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত- ক. সমাজ খ. পানি গ. মিছিল ঘ. নদী সঠিক উত্তর: ক. সমাজ।