শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও নাগরিকতা
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

চতুর্থ অধ্যায়

৪১. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কোন রাষ্ট্রব্যবস্থা?

(ক) একনায়কতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) রাজতান্ত্রিক (ঘ) গণতান্ত্রিক

উত্তর : (ঘ) গণতান্ত্রিক

৪২. কোন তথ্যটি সঠিক?

(ক) গণতন্ত্র সরকারের কল্যাণে পরিচালিত একটি শাসনব্যবস্থা

(খ) পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা উপেক্ষিত করা হয়

(গ) গণতন্ত্র জনগণের কল্যাণে পরিচালিত একটি শাসনব্যবস্থা

(ঘ) সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়

উত্তর : (গ) গণতন্ত্র জনগণের কল্যাণে পরিচালিত একটি শাসন ব্যবস্থা

৪৩. গণতান্ত্রিক সরকারকে কার নিকট জবাবদিহি করতে হয়?

(ক) আইনসভা (খ) জনগণের নিকট

(গ) আদালত (ঘ) বিরোধী দলের নিকট

উত্তর : (খ) জনগণের নিকট

৪৪. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের অধিকার সংরক্ষিত হয়?

(ক) একনায়কতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) রাজতান্ত্রিক (ঘ) গণতান্ত্রিক

উত্তর : (ঘ) গণতান্ত্রিক

৪৫. কোন রাষ্ট্রব্যবস্থায় জনগণের আস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে?

(ক) গণতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) রাজতান্ত্রিক (ঘ) একনায়কতান্ত্রিক

উত্তর : (ক) গণতান্ত্রিক

৪৬. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কোন রাষ্ট্রব্যবস্থা?

(ক) গণতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) রাজতান্ত্রিক (ঘ) একনায়কতান্ত্রিক

উত্তর : (ক) গণতান্ত্রিক

৪৭. কোন ধরনের সরকার ব্যবস্থায় ঘন ঘন নীতির পরিবর্তন হয়?

(ক) একনায়কতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক (ঘ) রাজতান্ত্রিক

উত্তর : (গ) গণতান্ত্রিক

৪৮. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনে কোনটির গুরুত্ব বেশি প্রাধান্য পায়?

(ক) যোগ্যতার (খ) সংখ্যার

(গ) টাকার (ঘ) ব্যক্তিত্বের

উত্তর : (খ) সংখ্যার

৪৯. গণতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?

(ক) নমনীয়

(খ) অনমনীয়

(গ) অবাস্তব

(ঘ) দুর্নীতিমুক্ত

উত্তর : (খ) অনমনীয়

৫০. কোন শাসনব্যবস্থায় নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়?

(ক) একনায়কতান্ত্রিক

(খ) স্বৈরতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক

(ঘ) রাজতান্ত্রিক

\হউত্তর : (গ) গণতান্ত্রিক

৫১. একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার শাসকের উৎকৃষ্ট উদাহরণ কোনটি?

(ক) হিটলার (খ) জর্জ বুশ

(গ) ট্রাম্প (ঘ) আহমাদি নেজাদ

\হউত্তর : (ক) হিটলার

৫২. কোন রাষ্ট্রব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত?

(ক) একনায়কতান্ত্রিক

(খ) স্বৈরতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক

(ঘ) রাজতান্ত্রিক

উত্তর : (গ) গণতান্ত্রিক

৫৩. গণতান্ত্রিক সরকারকে কার নিকট জবাবদিহি করতে হয়?

(ক) বিরোধী দলের নিকট

(খ) বিচারপতির নিকট

(গ) আইনসভার নিকট

(ঘ) জনগণের নিকট

উত্তর : (ঘ) জনগণের নিকট

৫৪. গণতন্ত্রকে সফল করতে কোনটির প্রয়োজন?

(ক) মুক্ত ও স্বাধীন প্রচার যন্ত্র

(খ) দলীয় স্বার্থ

(গ) রাজনৈতিক অস্থিশীলতা

(ঘ) সংকীর্ণতা

উত্তর : (ক) মুক্ত ও স্বাধীন প্রচার যন্ত্র

৫৫. গণতন্ত্রের বাহন কোনটি?

(ক) অর্থনৈতিক সাম্য

(খ) আইনের শাসন

(গ) সৌহার্দ্য

(ঘ) নির্বাচন

উত্তর : (ঘ) নির্বাচন

৫৬. একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে জনগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে?

(ক) নির্বাচনের মাধ্যমে

(খ) শক্তির মাধ্যমে

(গ) রাজনীতির মাধ্যমে

(ঘ) প্রশাসনিক কাজের মাধ্যমে

উত্তর : (ক) নির্বাচনের মাধ্যমে

৫৭. কোন শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলের শাসন?

(ক) একনায়কতান্ত্রিক

(খ) স্বৈরতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক

(ঘ) রাজতান্ত্রিক

উত্তর : (গ) গণতান্ত্রিক

৫৮. গণতন্ত্রের প্রাণ কোনটি?

(ক) জনমত (খ) আইনের শাসন

(গ) দক্ষ বিচারক (ঘ) দলীয় কোন্দল

উত্তর: (খ) আইনের শাসন

৫৯. গণতন্ত্রের মূলমন্ত্র কী?

(ক) সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

(খ) অধিকার,স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

(গ) অধিকার, কর্তব্য ও ভ্রাতৃত্ব

(ঘ) অধিকার, কর্তব্য ও সাম্য

উত্তর : (ক) সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

৬০. বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে কেন?

(ক) প্রজাতন্ত্রকে রক্ষা করতে

(খ) স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে

(গ) জনমতকে প্রাধান্য দিতে

(ঘ) গণতন্ত্রকে সফল করতে

উত্তর : (ঘ) গণতন্ত্রকে সফল করতে

৬১. গণতন্ত্রের ভিত্তি কী?

(ক) জনমত ও সরকার (খ) জনমত ও সাধারণ নির্বাচন

(গ) জনগণ ও জনমত (ঘ) সাধারণ নির্বাচন

উত্তর : (খ) জনমত ও সাধারণ নির্বাচন

৬২. আবিদ একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। ওই রাষ্ট্রের সকল জনগণ রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করে এবং সকলে মিলে সরকার গঠন করে। ওই রাষ্ট্রে কোন শাসনব্যবস্থা বিদ্যমান?

(ক) গণতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক

(গ) রাজতান্ত্রিক (ঘ) একনায়কতান্ত্রিক

উত্তর : (ক) গণতান্ত্রিক

৬৩. একনায়কতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?

(ক) নমনীয় (খ) গঠনমূলক

(গ) কাল্পনিক (ঘ) স্বেচ্ছাচারী

উত্তর : (ঘ) স্বেচ্ছাচারী

৬৪. কোনটি একনায়কের বৈশিষ্ট্য?

(ক) স্বেচ্ছাচারিতা (খ) স্বচ্ছতা

(গ) বিচক্ষণতা (ঘ) জবাবদিহিতা

উত্তর : (ক) স্বেচ্ছাচারিতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে