অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
ভাব ও কাজ ১। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর : ১৮৯৯ খ্রিষ্টাব্দে ২। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? উত্তর : ৪৩ বছর বয়সে। ৩। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন? উত্তর : ১৯৭৬ খ্রিষ্টাব্দে ৪। লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া কী? উত্তর : লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া মহাপাপ। ৫। 'পুয়াল' শব্দের অর্থ কী? উত্তর : 'পুয়াল' শব্দের অর্থ খড়। ৬। 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? উত্তর : 'বিদ্রোহী' কবিতাটি 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়েছে। ৭। 'কর্পূর' শব্দের অর্থ কী? উত্তর : 'কর্পূর' শব্দের অর্থ বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্যবিশেষ যা বাতাসে সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। ৮। 'ভাব ও কাজ' রচনাটিতে কাজ কোন জগতের? উত্তর : 'ভাব ও কাজ' রচনাটিতে কাজ বস্তুজগতের। ৯। 'ভাব ও কাজ' প্রবন্ধে 'স্পিরিট' শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর : 'স্পিরিট' শব্দটি 'আত্মার শক্তি পবিত্রতা' অর্থে ব্যবহার করা হয়েছে। ১০। 'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক কিসের সুরা পান করতে বলেছেন? উত্তর : 'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক ভাবের সুরা পান করতে বলেছেন। ১১। 'বানভাসি' মানে কী? উত্তর : 'বানভাসি' মানে হচ্ছে- বন্যায় ভাসানো, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে। ১২। 'ভাব ও কাজ' কোন ধরনের লেখা? উত্তর : প্রবন্ধ। ১৩। 'ভাব ও কাজ' প্রবন্ধে উলিস্নখিত মস্ত বদ-খেয়ালটি কী? উত্তর : ভাব নিয়ে থাকা এবং লোককে কথায় মাতিয়ে মশগুল রাখা। ১৪। লেখক 'ভাব ও কাজ' প্রবন্ধে ভাবাবেশকে কীসের সাথে তুলনা করেছেন? উত্তর : লেখক ভাবাবেশকে কর্পূরের সাথে তুলনা করেছেন। ১৫। 'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক ভাবের বাঁশি বাজিয়ে কাকে নাচানোর কথা বলেছেন? উত্তর : ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচানোর কথা বলেছেন। ১৬। 'ভাব ও কাজ' প্রবন্ধে কাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে বলা হয়েছে? উত্তর : ভাবের বাঁশিবাদককে। ১৭। সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ কীসের মতো ঢাকা পড়ে? উত্তর : নতুন বানভাসির পর পলিপড়ার মতো। ১৮। ঢোল-কাঁসি বাজিয়ে কার ঘুম ভাঙানো বিচিত্র নয়? উত্তর : কুম্ভকর্ণের ঘুম ভাঙানো। ১৯। 'স্পিরিট' কী? উত্তর : আত্মার শক্তির পবিত্রতা।