শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি
ম ইঞ্জি. মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
  ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

১৪৭. কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি?

ক. রোমান লিপি খ. সিন্ধু লিপি

গ. মিশরীয় লিপি ঘ. ব্রাহ্মীলিপি

সঠিক উত্তর: ঘ. ব্রাহ্মীলিপি।

১৪৮. লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?

ক. গান খ. প্রবচন

গ. প্রবন্ধ ঘ. ছড়া

সঠিক উত্তর: খ. প্রবচন।

১৪৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য কী?

ক. মাঝিমালস্নার সংগ্রামশীল জীবন

খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ

গ. চাষি জীবনের করুণ চিত্র

ঘ. চরবাসীদের দুঃখী জীবন

সঠিক উত্তর: খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।

১৫০. 'নিরবধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নির + অবধি খ. নির + বধি

গ. নিঃ + অবধি ঘ. নিঃ + বধি

সঠিক উত্তর: গ. নিঃ + অবধি।

১৫১. 'এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার' এ লাইন দুটির কবি কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. জীবনানন্দ দাশ

ঘ. সুকান্ত ভট্টাচার্য

সঠিক উত্তর: ঘ. সুকান্ত ভট্টাচার্য।

১৫২. বীরবলের হালখাতা কার লেখা প্রবন্ধ?

ক. রামন্দ্রেসুন্দর ত্রিবেদী

খ. প্রভাত কুমার মুখোপাধ্যায়

গ. মোহিতলাল মজুমদার

ঘ. প্রমথ চৌধুরী

সঠিক উত্তর: ঘ. প্রমথ চৌধুরী।

১৫৩. সাধু ও চলিত ভাষার পার্থক্য কী?

ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার

খ. ক্রিয়া ও সর্বনাম পদের বিভিন্নতা

গ. বাক্যের সরল ও জটিল রূপ

ঘ. শব্দের রূপগত বিভিন্নতা

সঠিক উত্তর: খ. ক্রিয়া ও সর্বনাম পদের বিভিন্নতা।

১৫৪. লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক. চীনা

খ. ফরাসি

গ. বর্মী

ঘ. পর্তুগিজ

সঠিক উত্তর: গ. বর্মী।

১৫৫. শীতার্তের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. শী + আর্ত খ. শীত + আর্ত

গ. শীত + আরত ঘ. শীত + ঋত

সঠিক উত্তর: ঘ. শীত + ঋত।

১৫৬. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. আনমনা খ. অবহেলা

গ. নিখুঁত ঘ. নিমরাজি

সঠিক উত্তর: ঘ. নিমরাজি।

১৫৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. তার সাংস্কৃতি নাই

খ. তার সাংস্কৃত নাই

গ. তার সাংস্কৃতিক নাই

ঘ. তার সংস্কৃতি নাই

সঠিক উত্তর: ঘ. তার সংস্কৃতি নাই।

১৫৮. বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৫৯. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?

ক. ১৯৫৫ খ্রিস্টাব্দে খ. ১৩৫৫ বঙ্গাব্দে

গ. ১৯৫২ খ্রিস্টাব্দে ঘ. ১৩৫২ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: ক. ১৯৫৫ খ্রিস্টাব্দে।

১৬০.'অনুপম'-এর সমার্থক শব্দ কোনটি?

ক. অকল্পনীয় খ. মনোরম

গ. অতুল্য ঘ. অপরিমিত

সঠিক উত্তর: খ. মনোরম।

১৬১. বাংলাসাহিত্যে 'ভোরের পাখি' কাকে বলা হয়?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. রাজশেখর বসু

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বিহারীলাল চক্রবর্তী

সঠিক উত্তর: ঘ. বিহারীলাল চক্রবর্তী।

১৬২. কোন বানানটি শুদ্ধ?

ক. মুমূর্ষু খ. মুমর্ষ

গ. মুমুর্ষ ঘ. মুমুসু

সঠিক উত্তর: ক. মুমূর্ষু।

১৬৩. 'ডালে ডালে কুসুম তার' এখানে ভার কোন অর্থ প্রকাশ করছে?

ক. বোঝা খ. গুরুত্ব

গ. সমহ ঘ. বিষাদ

সঠিক উত্তর: ক. বোঝা।

১৬৪. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

ক. আধুনিক বাংলা ব্যাকরণ

খ. ব্যাকরণ মঞ্জুরী

গ. সরল ভাষা প্রকাশ বাংলা

ঘ. অ এবৎসধহ ড়ভ :যব ইধহমষধ খধহমঁধমব

সঠিক উত্তর: ঘ. অ এবৎসধহ ড়ভ :যব ইধহমষধ খধহমঁধমব.

১৬৫. বাক্যের অপরিহার্য পদ কোনটি?

ক. নামপদ খ. ক্রিয়াপদ

গ. কর্মপদ ঘ. কর্তৃপদ

সঠিক উত্তর: খ. ক্রিয়াপদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে