নোবিপ্রবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

ম নোবিপ্রবি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঐতিহাসিক মুজিবনগর দিসব উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলমের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএস-এর পরিচালক ড. ফিরোজ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ডক্টর এস এম নজরুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ডক্টর মো. আনিসুজ্জামান, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট বিপস্নব মলিস্নক, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আরাধন সরকার, হযরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট সিফাই-ই-মান্নান, ভাষা শহীদ আবদুস সালাম হলের সহকারী প্রভোস্ট মামুন মিয়া প্রমুখ।