শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউআইইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাসেম

নতুনধারা
  ১৮ এপ্রিল ২০২১, ০০:০০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মো. আবুল কাসেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউআইইউর উপ-উপাচার্য পদে অধ্যাপক ডক্টর মো. আবুল কাসেম মিয়াকে নিয়োগ দেন। এই নিয়োগ ১৩ এপ্রিল ২০২১ থেকে

কার্যকর হয়।

অধ্যাপক ডক্টর মো. আবুল কাসেম মিয়া দেশের অন্যতম বিদ্যাপীঠ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন এবং তিনি প্রায় ৬ বছর বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দীর্ঘ ২০ বছর বুয়েটের বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইউআইইউতে এক বছর স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি শেষ করেন। এরপর তিনি জাপানের টোহোকু ইউনিভার্সিটি থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বহুমাত্রিক গবেষণায় নিজেকে জড়িয়ে রেখেছেন। অ্যালগরিদম, প্যারালাল প্রোসেসিং, গ্রাফ থিওরি, গ্রাফ ভিজিওলাইজেশন এবং কম্পিউটেশোনাল কমপেস্নক্সিটি নিয়ে তিনি গবেষণা করছেন। তার সর্বমোট ৫০টিরও বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে