শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২১, ০০:০০
সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্ন: হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি- কোন কবির রচনা? উত্তর: সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন: অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। কোন কবির রচনা? উত্তর: সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে- কবিতাংশটি কার? উত্তর: সুকান্ত ভট্টাচার্য, রানার। প্রশ্ন: হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে- রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন: হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো- রচয়িতা কে? উত্তর: মহাজীবন, সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন: কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি- কবিতাংশের রচয়িতা কে? উত্তর: কবি সুনীল গঙ্গোপাধ্যায়। প্রশ্ন: আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে,- কবিতাংশটি কার? উত্তর: ১৪০০ সাল রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন: আজি হতে শতবর্ষ আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে- কবিতাংশটি কার? উত্তর: ১৪০০ সাল নজরুল ইসলাম। প্রশ্ন: মহানগরীতে এলো বিবর্ণ দিন, তারপর আলকাতরার মতো রাত্রি- রচয়িতার নাম কি? উত্তর: কবি সমর সেন। প্রশ্ন: আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি- এই কবিতাংশের কবি কে? উত্তর: আবু জাফর ওবায়দুলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে