নবম-দশম শ্রেণির পড়াশোনা (পৌরনীতি ও নাগরিকতা)

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো চতুর্থ অধ্যায় নিচের উদ্দীপকের আলোকে ১১৭ ও ১১৮নং প্রশ্নের উত্তর দাও : শাপলা একটি গণতান্ত্রিক দেশে বাস করে এবং সে দেশের ক্ষমতার মালিক জনগণ। শাপলার দেশ এককেন্দ্রিক। এখানে কোনো প্রদেশ নেই এবং সংসদীয় সরকার পদ্ধতি চালু আছে। তার দেশে রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং দেশের প্রকৃত শাসনক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত। ১১৭. শাপলার দেশে গণতন্ত্র প্রবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? (ক) রাজনৈতিক দল ও এদের অঙ্গসংগঠনসমূহ (খ) বিদেশি শক্তি (গ) মন্ত্রি ও সংসদ সদস্যরা (ঘ) দেশের আপামর কৃষক সমাজ উত্তর : (ক) রাজনৈতিক দল ও এদের অঙ্গসংগঠনসমূহ ১১৮. শাপলার দেশের সরকারের বৈশিষ্ট্য- (র) এককেন্দ্রিক (রর) সংসদীয় পদ্ধতির (ররর) গণতান্ত্রিক নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর. ১১৯. ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে- (র) গণতান্ত্রিক রাষ্ট্র (রর) সমাজতান্ত্রিক রাষ্ট্র (ররর) একনায়কতান্ত্রিক রাষ্ট্র নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) র ও ররর. ১২০. গণতান্ত্রিক রাষ্টে- (র) একটি মাত্র রাজনৈতিক দল থাকে (রর) সবার স্বার্থ রক্ষার সুযোগ থাকে (ররর) নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (গ) রর ও ররর. ১২১.গণতন্ত্রকে সফল করতে আমাদের করণীয় হলো- (র) অন্যের মতকে শ্রদ্ধা করা (রর) সুনাগরিকের গুণাবলি অর্জন করা (ররর) ব্যক্তিগত ও দলীয় স্বার্থকে পরিহার করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১২২.গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাই- (র) অর্থের অপচয় (রর) প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা (ররর) একটি দলের প্রাধান্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ও রর. ১২৩. গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের হতে হবে- (র) আত্মসংযমী (রর) বিবেকবান (ররর) অন্যের মতকে শ্রদ্ধা করার মানসিকতা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর. নিচের অনুচ্ছেদের আলোকে ১২৪-১২৬নং প্রশ্নের উত্তর দাও: মি.পলের দেশের শাসন ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান। সেই দলের নেতাই রাষ্ট্রপ্রধান। তার ইচ্ছাতেই রাষ্ট্র পরিচালিত হয়। ১২৪. অনুচ্ছেদে উলিস্নখিত মি.পলের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? (ক) গণতন্ত্র (খ) একনায়কতন্ত্র (গ) সমাজতন্ত্র (ঘ) পুঁজিবাদ উত্তর : (গ) সমাজতন্ত্র। ১২৫. ওই শাসন ব্যবস্থার আদর্শ হলো- (র) বহুনেতা (রর) এক দেশ (ররর) এক জাতি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) র ও ররর. ১২৬. ওই শাসনব্যবস্থার দোষ হলো- (র) রাজনৈতিক কর্মকান্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না (রর) সর্বদা বিপস্নবের ভয় থাকে (ররর) জনগণের স্বাধীন চিন্তার সুযোগ থাকে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ও রর. ১২৭. একনায়কতন্ত্রে নেতা ও দলের নিয়ন্ত্রণে থাকে- (র) রেডিও (রর) টেলিভিশন (ররর) সংবাদপত্র নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর. ১২৮. একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় স্বাধীনভাবে কাজ করতে অক্ষম- (র) শাসন বিভাগ (রর) আইন বিভাগ (ররর) বিচার বিভাগ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (গ) রর ও ররর. ১২৯. একনায়কতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (র) স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করে (রর) যুদ্ধাং দেহী মনোভাব সৃষ্টি করা হয় (ররর) বিপস্নবের সম্ভাবনা থাকে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর.