বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা (বাংলা)

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০
লাইব্রেরি

আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

তৈলচিত্রের ভূত

প্রশ্ন২৭। নগেন তার মামাকে কীভাবে ঠকিয়েছিল?

উত্তর : নগেন তার মামাকে শ্রদ্ধা ও ভালোবাসার ভান করে ঠকিয়েছিল।

প্রশ্ন ২৮। নগেন তার মৃত মামাকে কীভাবে ভক্তি-শ্রদ্ধা করতে চেয়েছিল?

উত্তর : নগেন তার মৃত মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে ভক্তি-শ্রদ্ধা করতে চেয়েছিল।

প্রশ্ন ২৯। কী সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না?

উত্তর : লাইব্রেরি সম্পর্কে।

প্রশ্ন ৩০। তৈলচিত্রের ছবি তিনটি ছিল কার কার?

উত্তর : নগেনের দাদামশায়ের, দিদিমার আর মামার।

প্রশ্ন ৩১। নগেন তার মামার ছবি ছুঁতেই তার কী হলো?

উত্তর : নগেনকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল।

প্রশ্ন ৩২। নগেনের মামার কখন ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই?

উত্তর : নগেনের মামার দিনের বেলায় ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই।

প্রশ্ন ৩৩। দেয়ালের ছবিতে নগেনের মামা কীভাবে দাঁড়িয়ে আছেন?

উত্তর : দেয়ালের ছবিতে নগেনের মামা মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন।

প্রশ্ন ৩৪। নগেনের মামা তাকে কখন ধাক্কা দেয়?

উত্তর : অন্ধকারে ছবি স্পর্শ করলে নগেনের মামা তাকে ধাক্কা দেয়।

প্রশ্ন ৩৫। তৈলচিত্রের তেজ কখন বাড়ে?

উত্তর : তৈলচিত্রের তেজ রাত্রে বাড়ে।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

প্রশ্ন ১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখ?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ।

প্রশ্ন ২। 'জাতীয় পরিষদ' কী?

উত্তর : 'জাতীয় পরিষদ' হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি।

প্রশ্ন ৩। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

উত্তর :রেসকোর্স ময়দানের বর্তমান নাম- সোহ্‌রাওয়ার্দী উদ্যান।

প্রশ্ন ৪। 'আরটিসি'-এর পূর্ণরূপ কী?

উত্তর :'আরটিসি'-এর পূর্ণরূপ রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক।

প্রশ্ন ৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে কার ভাষণের সাথে তুলনা করা হয়?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়।

প্রশ্ন ৬। ব্যারাক কী?

উত্তর :ব্যারাক হচ্ছে- সেনাছাউনি।

প্রশ্ন ৭। কত সালে গণঅভু্যত্থান হয়েছিল?

উত্তর :১৯৬৯ সালে গণঅভু্যত্থান হয়েছিল।

প্রশ্ন ৮। প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন?

উত্তর : প্রেসিডেন্ট হিসেবে ইয়াহিয়া খান অ্যাসেম্বলি ডেকেছিল।

প্রশ্ন ৯। শেখ মুজিবুর রহমান কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন?

উত্তর :শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন।

প্রশ্ন ১০। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল কী হয়?

উত্তর : পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

প্রশ্ন ১১। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন?

উত্তর : ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন।

প্রশ্ন ১২। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সময় ভাষণ দিয়েছিলেন?

উত্তর : রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট ভাষণ দিয়েছিলেন।

প্রশ্ন ১৩। 'পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না।'- এটা কার হুকুম?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ১৪। বাংলার মানুষ কী চায়?

উত্তর : বাংলার মানুষ মুক্তি চায়, বাঁচতে চায় আর অধিকার চায়।

প্রশ্ন ১৫। ২৩ বছরের ইতিহাস কিসের আর্তনাদের ইতিহাস?

উত্তর : ২৩ বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস।

প্রশ্ন ১৬। ১৯৫৪ সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল?

উত্তর : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল।

প্রশ্ন ১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেছিলেন?

উত্তর : জনগণের প্রতিনিধির কাছে।

প্রশ্ন ১৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে কী অনুরোধ করেছিলেন?

উত্তর : ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার অনুরোধ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে