পঞ্চম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২১, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
নবম অধ্যায় প্রশ্ন : ছোটদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কী? উত্তর :ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। প্রশ্ন : বড়দের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কী? উত্তর : আমরা বড়দের শ্রদ্ধা করব ও তাদের আদেশ নিষেধ মেনে চলব। প্রশ্ন :সমাজের বিভিন্ন সম্পদ সম্পর্কে আমাদের করণীয় কী? উত্তর :সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন বিদ্যালয়, পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। প্রশ্ন :অপরিচিত মানুষ থেকে কীভাবে সাবধান থাকব? উত্তর : অপরিচিত মানুষের কথামতো চলব না। তাদের দেওয়া কোনো কিছু খাব না। প্রশ্ন : রাস্তায় কীভাবে চলাফেরা করব? উত্তর : সব সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটব। গর্ত ও যানবাহন দেখে সতর্কতার সঙ্গে পথ চলব। প্রশ্ন : কেন আমরা ছুরি, কাঁচি জাতীয় জিনিস সাবধানে ব্যবহার করব? উত্তর : ছুরি, কাঁচি বা যে কোনো ধারালো জিনিস সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে যে কোনো সময় শরীরের যে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন :খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক তার কেন স্পর্শ করবে না? উত্তর : খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক তার স্পর্শ করলে যে কোনো সময় শরীরে বিদু্যৎ প্রবেশ করে বড় ধরনের দুর্ঘটনা বা মৃতু্য হতে পারে। প্রশ্ন : প্রাথমিক চিকিৎসার বাক্স বা (ঋরৎংঃ অরফ ইড়ী) সাধারণত কী কী থাকে? উত্তর : প্রাথমিক চিকিৎসার বাক্সে সাধারণত তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ ও টেপ থাকে। প্রশ্ন : ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে নাম লিখে রাখা কেন প্রয়োজন? উত্তর : ওষুধ ও কীটনাশক যাতে কেউ ভুলবশত খেলে বিপদ হতে পারে। কোনটা ওষুধ কোনটা কীটনাশক গায়ে লেখা থাকলে কেউ ভুলবশত খেয়ে ফেলবে না। প্রশ্ন :গ্যাসের চুলা ও বিদু্যৎ ব্যবহারের পর কেন বন্ধ করব? উত্তর : গ্যাসের চুলা ও বিদু্যৎ ব্যবহারের পর বন্ধ না করলে বেশি টাকা বিল দিতে হবে। গ্যাস ও বিদু্যৎজাতীয় সম্পদ। জাতীয় সম্পদের অপচয় সব জনগণের সম্পদের অপচয়। প্রশ্ন : আগুন ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন কেন? উত্তর : আগুন ব্যবহারে সতর্ক না হলে মূল্যবান সম্পদ, বাড়িঘর, মানুষ ও প্রাণী পুড়ে যেতে পারে। প্রশ্ন : অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে কেন? উত্তর : অপরিচিতদের পরিচয় না জেনে ঘরের দরজা খুললে চুরি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটতে পারে। প্রশ্ন :বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবে কেন? উত্তর : বাড়িতে হাত, পা বা যে কোনো অঙ্গ কেটে, পুড়ে বা আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা বাক্স থাকলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।