গ্রিন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ৫ মে এক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত এই সভায় আইন বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধুর সহচর ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন ডক্টর মো. পারভেজ আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. গোলাম সামদানী ফকির, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা, গ্রিনের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, মুজিবনগর সরকার বা স্বাধীনতার ৫০ বছর হলেও এখনো পর্যন্ত আমাদের অনেক অর্জন বাকি। সবাইকে সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনে শামিল হতে হবে। এ সময় তিনি আগামীর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। উলেস্নখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।