একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা বাংলা ১ম পত্র

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক. আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অপরিচিতা ৪৭. অনুপমের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. পিতৃহারা রর. এমএ পাস ররর. স্কুল শিক্ষক নিচের কোনটি সঠিক? ক) রর খ) ররর গ) র ও রর ঘ) রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৪৮. শম্ভুনাথের চরিত্রে ফুটে উঠেছে- র. ব্যক্তিত্ববোধ রর. আত্মসচেতনতা ররর. সুন্দর চেহারার অধিকারী নিচের কোনটি সঠিক? ক) র খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৪৯. 'খোকনের ভাষা এমন যে, সে অহমিকাকে বললেন দাম্ভিকতাপূর্ণ'- খোকনের সাথে মিল রয়েছে- র. হরিশ রর. বিনু ররর. অনুপম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর সঠিক উত্তর : খ) রর ৫০. 'আমি বিবাহ করিব না'- বাক্যটিতে প্রকাশ পেয়েছে কল্যাণীর- র. প্রতিজ্ঞা রর. সংকল্প ররর. অভিমান নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর সঠিক উত্তর : ঘ) র ও রর নিচের উদ্দীপকটি পড় এবং ৫১নং প্রশ্নের উত্তর দাও। তপা তার পিতার একমাত্র সন্তান। তার পিতার এসময় ভালো অবস্থা থাকলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। তপাকে তার বাবা অনেক ভালোবাসে। ৫১. উদ্দীপকের রচনা তোমার পঠিত কোন রচনার সাথে সঙ্গতিপূর্ণ? ক) নেকলেস খ) অপরিচিতা গ) মাসি-পিসি ঘ) রেইনকোট সঠিক উত্তর : খ) অপরিচিতা