জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রূপসী বাংলা
প্রশ্ন: 'রূপসী বাংলা' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: জীবনানন্দ দাশ। প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কী? উত্তর: বনফুল। প্রশ্ন: বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: জ্ঞানাঙ্কুর। প্রশ্ন: রবীন্দ্রনাথের 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে কে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ও ড.ই ণবধঃং. প্রশ্ন: 'রাশিয়ার চিঠি' রবীন্দ্রনাথের কোন শ্রেণির রচনা? উত্তর: ভ্রমণ কাহিনী। প্রশ্ন: রবীন্দ্রনাথের 'জুতা আবিষ্কার' কোন শ্রেণির কবিতা? উত্তর: বিদ্রূপাত্মক। প্রশ্ন: 'রূপছন্দা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর: শাহাদাৎ হোসেন। প্রশ্ন: 'শূন্যপূরাণ'-এর রচয়িতা কে? উত্তর: রামাই পন্ডিত। প্রশ্ন: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উত্তর: উপন্যাস। প্রশ্ন: শরৎচন্দ্রের আত্মচরিত্রমূলক গ্রন্থ কোনটি? উত্তর: শ্রীকান্ত। প্রশ্ন: 'শকুন্তলা' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন: 'শর্মিষ্ঠা' নাটকের রচয়িতা কে? উত্তর: মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন: 'জননী' উপন্যাসের রচয়িতা কে? উত্তর: শওকত ওসমান। প্রশ্ন: 'মসনদের মোহ' নাটকের রচয়িতা কে? উত্তর: শাহাদৎ হোসেন। প্রশ্ন: 'সংশপ্তক' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: শহীদুলস্না কায়সার। প্রশ্ন: 'সোজন বাদিয়ার ঘাট' কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর: জসীম উদ্‌দীন। প্রশ্ন: সনেটের পঙ্‌ক্তি সংখ্যা এবং প্রতি পঙ্‌ক্তিতে অক্ষর সংখ্যা কতটি? উত্তর: ১৪টি পঙ্‌ক্তি এবং ১৪ অক্ষর। প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য? উত্তর: ব্যঙ্গাত্মক রচনার জন্য। প্রশ্ন: 'সধবার একাদশী' প্রহসনের রচয়িতা কে? উত্তর: দীনবন্ধু মিত্র। প্রশ্ন: 'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: বেগম রোকেয়া। প্রশ্ন: 'সারদামঙ্গল' কাব্যটি কার রচনা? উত্তর: বিহারীলাল চক্রবর্তী। প্রশ্ন: 'সঞ্চয়িতা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।