বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১২. ভিয়েনা কনভেনসন গৃহীত হয় কত সালে? ক. ১৯৮৫ সালে খ. ১৯৮৭ সালে গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৮৯ সালে উত্তর : ক. ১৯৮৫ সালে ১৩. বিপজ্জনক বজর্্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তজাির্তক চুক্তি হলোÑ ক. জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন খ. বাসেল কনভেনশন গ. ভিয়েনা কনভেনসন ঘ. কোনটিই নয় উত্তর : খ. বাসেল কনভেনশন ১৪. বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয় কত সালে? ক. ১৯৭১ খ. ১৯৮১ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩ উত্তর : গ. ১৯৭২ ১৫. বিশ্ব প্রাণী দিবস পালিত হয় Ñ ক. ৪ সেপ্টেম্বর খ. ৪ অক্টোবর গ. ৮ অক্টোবর ঘ. ৪ এপ্রিল উত্তর : খ. ৪ অক্টোবর ১৬. ১ জানুয়ারি, ২০১৭ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিন্মের কোন দেশ? ক. ইথিওপিয়া ও বলিভিয়া খ. কাজাখস্তান ও ইতালি গ. বলিভিয়া ও সুইডেন ঘ. সবগুলো উত্তর : ঘ. সবগুলো ১৭. টঘঈঞঅউ এর সদর দপ্তর কোথায়? ক. জেনেভা খ. ভিয়েনা গ. লন্ডন ঘ. ব্রাসেলস উত্তর : ক. জেনেভা ১৮. ঙচঈড শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে? ক. ২০১২ খ. ২০১৩ গ. ২০১৪ ঘ. ২০১৫ উত্তর : খ. ২০১৩ ১৯. জাতিসংঘের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ সহায়তা করে? ক. ওউঅ খ. ওইজউ গ. ওঈঝওউ ঘ. গওএঅ উত্তর : ঘ. গওএঅ ২০. ওগঋ কবে হতে এর কাযর্ক্রম শুরু করে? ক. ১৯৪৫ সাল হতে খ. ১৯৪৬ সাল হতে গ. ১৯৪৭ সাল হতে ঘ. ১৯৪৮ সাল হতে উত্তর : গ. ১৯৪৭ সাল হতে ২১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? ক. নেগ্রিটো খ. ভোটচীন গ. দ্রাবিড় ঘ. অস্ট্রিক উত্তর : ঘ. অস্ট্রিক