শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১১ মে ২০২১, ০০:০০

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

সপ্তম অধ্যায়

২৩. সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়?

(ক) ১৯৯১ সালে

(খ) ১৯৯০ সালে

(গ) ১৯৮৯ সালে

(ঘ) ১৯৮০ সালে

সঠিক উত্তর : (খ) ১৯৯০ সালে

২৪. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন কোন পদ্ধতির মাধ্যমে?

(ক) জনমত দ্বারা

(খ) প্রত্যক্ষভাবে

(গ) পরোক্ষভাবে

(ঘ) ভোট পদ্ধতি দ্বারা

সঠিক উত্তর : (খ) প্রত্যক্ষভাবে

২৫. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে কার শাসনকে বোঝায়?

(ক) রাজনৈতিক দলের

(খ) আমলাদের

(গ) চাপ প্রয়োগকারী গোষ্ঠীর

(ঘ) সামাজিক সংগঠনের

সঠিক উত্তর :(ক) রাজনৈতিক দলের

২৬. সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার স্বার্থে কাজ করে কোনটি?

(ক) নির্বাচকমন্ডলী

(খ) রাজনৈতিক দল

(গ) ধর্ম

(ঘ) অপরিকল্পিত পরিকল্পনা

\হসঠিক উত্তর : (খ) রাজনৈতিক দল

২৭. উগান্ডা কোন মহাদেশে অবস্থিত?

(ক) আফ্রিকা

(খ) ইউরোপ

(গ) এশিয়া

(ঘ) ওসানিয়া

সঠিক উত্তর :(ক) আফ্রিকা

২৮. রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত?

(ক) ধ্যান-ধারণায়

(খ) কর্মসূচিতে

(গ) নির্বাচনে

(ঘ) চিন্তা-চেতনায়

সঠিক উত্তর : (খ) কর্মসূচিতে

২৯. রাজনৈতিক দলের প্রধানকে কী বলা হয়?

(ক) চেয়ারম্যান

(খ) কর্মী

(গ) নেতা

(ঘ) সংগঠক

সঠিক উত্তর :(গ) নেতা

৩০. সমাজতান্ত্রিক অর্থনৈতিক রূপরেখায় গঠিত রাজনৈতিক দল কোনটি?

(ক) সমাজতান্ত্রিক দল

(খ) জাতীয় পার্টি

(গ) বাংলাদেশ আওয়ামী লীগ

(ঘ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল

সঠিক উত্তর :(ক) সমাজতান্ত্রিক দল

৩১. জনমত গঠনের মাধ্যম কোনটি?

(ক) নির্বাচকমন্ডলী

(খ) রাজনৈতিক দল

(গ) সংঘ

(ঘ) সরকার

সঠিক উত্তর : (খ) রাজনৈতিক দল

৩২. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?

(ক) ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ

(খ) বিপস্নবের মাধ্যমে সমাজ পরিবর্তন

(গ) নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন

(ঘ) রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালীকরণ

সঠিক উত্তর :(গ) নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন

৩৩. জনমত দ্বারা পরিচালিত শাসনব্যবস্থাকে কী বলে?

(ক) রাজতন্ত্র

(খ) একনায়কতন্ত্র

(গ) প্রজাতন্ত্র

(ঘ) গণতন্ত্র

সঠিক উত্তর : (ঘ) গণতন্ত্র

৩৪. রাজনৈতিক দলের অন্যতম কাজ কোনটি?

(ক) নিজস্ব আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা

(খ) নির্বাচনের অংশগ্রহণ না করা

(গ) মানুষকে রক্ষণশীল করে তোলা

(ঘ) প্রশাসনিক দক্ষতা বাড়ানো

সঠিক উত্তর :(ক) নিজস্ব আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা

৩৫. কোনটি দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয়?

(ক) স্থানীয় নেতৃত্ব

(খ) বিভাগীয় নেতৃত্ব

(গ) আন্তর্জাতিক নেতৃত্ব

(ঘ) কেন্দ্রীয় নেতৃত্ব

সঠিক উত্তর : (ঘ) কেন্দ্রীয় নেতৃত্ব

৩৬. কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?

(ক) প্রার্থী মনোনয়ন ও নির্বাচনি প্রচার

(খ) ন্যায়বিচার করা

(গ) জনমত গঠন করা

(ঘ) কর্মসূচি প্রণয়ন ও প্রচার

সঠিক উত্তর : (খ) ন্যায়বিচার করা

৩৭. কোনটি বাস্তবায়নের ওপর রাজনৈতিক দলের সামাজিক ঐক্য নির্ভর করে?

(ক) নীতি

(খ) কর্মসূচি

(গ) নির্বাচনি কার্যক্রম

(ঘ) আদর্শ

সঠিক উত্তর :(ক) নীতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে