নবম-দশম শ্রেণির পড়াশোনা (পৌরনীতি ও নাগরিকতা)

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়-
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সপ্তম অধ্যায় ৩৮. রাজনৈতিক দল জনগণের সমর্থন চায় কেন? (ক) সেবামূলক কাজ করার জন্য (খ) দল গঠন করার জন্য (গ) নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য (ঘ) বিপস্নবের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য সঠিক উত্তর :(গ) নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ৩৯. সব ধরনের রাজনৈতিক দলের মধ্যে কী পরিলক্ষিত হয়? (ক) পারস্পরিক শ্রদ্ধাবোধ (খ) প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব (গ) ক্ষমতার লোভ (ঘ) সহিংস মনোভাব সঠিক উত্তর :(ক) পারস্পরিক শ্রদ্ধাবোধ ৪০. কোনটি কতগুলো নীতি এবং আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি? (ক) রাজনৈতিক দল (খ) রাষ্ট্র (গ) সরকার (ঘ) নির্বাচন কমিশন সঠিক উত্তর :(ক) রাজনৈতিক দল ৪১. বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি? (ক) জাতীয়পার্টি (খ) আওয়ামী লীগ (গ) বিএনপি (ঘ) কমিউনিস্ট পার্টি সঠিক উত্তর : (খ) আওয়ামী লীগ ৪২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? (ক) আওয়ামী লীগ (খ) জাসদ (গ) ন্যাপ (ঘ) কমিউনিস্ট পার্টি সঠিক উত্তর :(ক) আওয়ামী লীগ ৪৩. নির্বাচন কী? (ক) গণতান্ত্রিক শাসনপদ্ধতি (খ) প্রতিনিধি নিয়োগ (গ) জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি (ঘ) নিয়োগ প্রক্রিয়া সঠিক উত্তর :(গ) জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি ৪৪. নির্বাচকের সমষ্টিকে কী বলা হয়? (ক) নির্বাচকমন্ডলী (খ) নির্বাচন কমিশন (গ) নির্বাচিত প্রতিনিধি (ঘ) নির্বাচকরা \হসঠিক উত্তর :(ক) নির্বাচকমন্ডলী ৪৫. যারা ভোট দেয় তাদের কী বলে? (ক) নির্বাচক (খ) প্রতিনিধি (গ) দলীয় কর্মী (ঘ) জনগণ সঠিক উত্তর :(ক) নির্বাচক ৪৬. বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? (ক) কমরেড মোজাফফর আহমেদ (খ) কমরেড মণি সিং (গ) কমরেড ভানু সিং (ঘ) কমরেড আসাদুজ্জামান সঠিক উত্তর : (খ) কমরেড মণি সিং ৪৭. কোনটি সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম? (ক) রাজতন্ত্রের (খ) স্বৈরতন্ত্রের (গ) একনায়কতন্ত্রের (ঘ) গণতন্ত্রের সঠিক উত্তর : (ঘ) গণতন্ত্রের ৪৮. কিসের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়? (ক) ভাষা আন্দোলন (খ) গণঅভু্যত্থান (গ) ছয় দফা (ঘ) মহান মুক্তিযুদ্ধ সঠিক উত্তর : (ঘ) মহান মুক্তিযুদ্ধ ৪৯. বাংলাদেশে কোন ধরনের দলব্যবস্থা বিদ্যমান রয়েছে? (ক) একদলীয় (খ) বহুদলীয় (গ) দ্বিদলীয় (ঘ) তিন দলীয় সঠিক উত্তর : (খ) বহুদলীয় ৫০. নেতৃত্ব তৈরিতে ভূমিকা পালন করে কোনটি? (ক) রাষ্ট্র (খ) সামাজিক সংগঠন (গ) রাজনৈতিক দল (ঘ) পারিবারিক কাঠামো সঠিক উত্তর :(গ) রাজনৈতিক দল ৫১. কোনটি সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? (ক) নির্বাচকমন্ডলী (খ) নির্বাচন (গ) রাজনৈতিক দল (ঘ) জনমত সঠিক উত্তর :(ক) নির্বাচকমন্ডলী ৫২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে কীভাবে নির্বাচিত? (ক) গোপন ভোটে (খ) পরোক্ষ ভোটে (গ) গণভোটে (ঘ) প্রত্যক্ষ ভোটে সঠিক উত্তর : (খ) পরোক্ষ ভোটে ৫৩. নির্বাচন কমিশনের কাজ কী? (ক) নির্বাচন পরিচালনা করা (খ) দলীয় প্রভাবের অধীনে থেকে নির্বাচন পরিচালনা করা (গ) নির্বাচনি ব্যয় তদারকি করা (ঘ) নির্বাচনি অপরাধ সংক্রান্ত অপরাধ তদারকি করা সঠিক উত্তর :(ক) নির্বাচন পরিচালনা করা ৫৪. পরোক্ষ নির্বাচন কয় দফায় হয়ে থাকে? (ক) ৪ দফায় (খ) ৩ দফায় (গ) ২ দফায় (ঘ) ১ দফায় সঠিক উত্তর :(গ) ২ দফায় ৫৫. গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্বশর্ত কোনটি? (ক) কার্যকর নির্বাচন ব্যবস্থা (খ) আত্মনিয়ন্ত্রণের অধিকার (গ) সামাজিক ঐক্য (ঘ) নির্বাচনে রাজনৈতিক দলের তৎপরতা সঠিক উত্তর :(ক) কার্যকর নির্বাচন ব্যবস্থা ৫৬. নির্বাচনি আচরণবিধি তৈরি করার দায়িত্ব কার? (ক) রাজনৈতিক দলের (খ) নির্বাচন কমিশনের (গ) আইনসভার (ঘ) বিচার বিভাগের সঠিক উত্তর : (খ) নির্বাচন কমিশনের ৫৭. ভৌগোলিক আয়তন এবং ভোটার সংখ্যার ভিত্তিতে কোন এলাকা নির্ধারিত হয়? (ক) সিটি করপোরেশন এলাকা (খ) ইউনিয়ন পরিষদ এলাকা (গ) বিভাগীয় এলাকা (ঘ) নির্বাচনি এলাকা সঠিক উত্তর : (ঘ) নির্বাচনি এলাকা ৫৮. বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তিনি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? (ক) সরাসরি (খ) প্রত্যক্ষ (গ) পরোক্ষ (ঘ) গোপনে সঠিক উত্তর :(গ) পরোক্ষ ৫৯. ভোটদানের সার্বজনীন পদ্ধতি কোনটি? (ক) গোপন ভোটদান (খ) প্রকাশ্য ভোটদান (গ) প্রত্যক্ষ ভোটদান (ঘ) পরোক্ষ ভোটদান সঠিক উত্তর :(ক) গোপন ভোটদান ৬০. বাংলাদেশের পৌরসভার চেয়ারম্যান ও কমিশনাররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনে কোন পদ্ধতি অনুসরণ করা হয়? (ক) প্রকাশ্য ভোট (খ) প্রত্যক্ষ (গ) পরোক্ষ (ঘ) গোপন ভোটদান সঠিক উত্তর : (খ) প্রত্যক্ষ