জানার আছে অনকে কছিু

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
নির্মলেন্দু গুণ
প্রশ্ন : 'হাছন রাজা' কে ছিলেন? উত্তর : মরমি কবি। প্রশ্ন : 'হিতোপদেশ' গ্রন্থের রচয়িতা কে? উত্তর : মৃতু্যঞ্জয় বিদ্যালঙ্কার। প্রশ্ন : 'হুলিয়া' কবিতার রচয়িতা কে? উত্তর : নির্মলেন্দু গুণ। প্রশ্ন : 'হেমন্ত গোধূলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর : মোহিতলাল মজুমদার। প্রশ্ন : 'একাত্তরের দালালেরা' গ্রন্থের রচয়িতা কে? উত্তর : শফিক আহমেদ। প্রশ্ন : 'তোতা ইতিহাস' গ্রন্থটির রচয়িতা কে? উত্তর : চন্ডীচরণ মুনশী। প্রশ্ন : 'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থটির রচনা করেন কে? উত্তর : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। প্রশ্ন : 'দ্য রেপ অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে? উত্তর : অ্যান্থনী মাসকারেণহাস। প্রশ্ন : 'ধূসর পান্ডুলিপি' গ্রন্থের রচয়িতা কে? উত্তর : জীবনানন্দ দাশ। প্রশ্ন : ফারসি ভাষায় রচিত 'শাহনামা' গ্রন্থের রচয়িতা- উত্তর : মহাকবি ফেরদৌসি। প্রশ্ন : বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে? উত্তর : কবি চন্ডীদাস। প্রশ্ন : ভানুসিংহ ঠাকুরের পদাবলির রচয়িতা কে? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন : 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটির রচয়িতা কে? উত্তর : কবি বড়ুু চন্ডীদাস। প্রশ্ন : বাংলা গদ্যে যতি চিহ্নাদি প্রথম কে প্রয়োগ করেন? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন : সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন কে? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন : উপমহাদেশের সংস্কৃত কলেজ কত সালে স্থাপিত হয়? উত্তর : ১৭৯১ সালে। প্রশ্ন : শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন ও ছাপাখানা কখন গড়ে উঠেছিল? উত্তর : ১৭৯৯ সালে। প্রশ্ন : শ্রীরামপুরে মিশন কখন পত্তন হয়? উত্তর : ১৮১৮ সালে। প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ কখন স্থাপিত হয়? উত্তর : ১৮০০ সালে। প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর : উইলিয়াম কেরি।