জবিতে 'বিশ্ব পরিযায়ী পাখি দিবস' উদ্‌যাপিত

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ মে 'বিশ্ব পরিযায়ী পাখি দিবস' উদ্‌যাপন করা হয়েছে। 'ঝরহম, ঋষু, ঝড়ধৎ-ষরশব ধ নরৎফ' স্স্নোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের (ঘঝঈঈ) উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ বছর দিবসটি উদ্‌যাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রীমান দিলীপ কুমার দাশ। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনির্বাণ সরকার।