বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। ২২. ১৯৫৪ সালে পূবর্ পাকিস্তান প্রাদেশিক পরিষদ নিবার্চনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- ক. ধানের শীষ খ. নৌকা গ. লাঙল ঘ. বাইসাইকেল উত্তর : খ. নৌকা ২৩. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? ক. বিল অব রাইটস খ. ম্যাগনাকাটার্ গ. পিটিশন অব রাইটস ঘ. মুখ্য আইন উত্তর : খ. ম্যাগনাকাটার্ ২৪. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে ঐড়ঁংবযড়ষফ প্রতি জনসংখ্যা- ক. ৪.৪ জন খ. ৫.০ জন গ. ৫.৪ জন ঘ. ৫.৫ জন উত্তর : ক. ৪.৪ জন ২৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নিমির্ত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নিমার্তা কে? ক. আলমগীর কবির খ. খান আতাউর রহমান গ. হুমায়ূন আহমেদ ঘ. সুভাষ দও উত্তর : ক. আলমগীর কবির ২৬. ১৯৭০ সালের সাধারণ নিবার্চনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? ক. ১৪৭ খ. ১৬৭ গ. ১৬০ ঘ. ৩১৩ উত্তর : খ. ১৬৭ ২৭. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের- ক. ২ মাচর্ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়) খ. ২৩ মাচর্ গ. ১০ মাচর্ (শাহবাগ) ঘ. ২৫ মাচর্ (রেসকোসর্ ময়দানে) উত্তর : ক. ২ মাচর্ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়)