জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বতর্মানে বিনোদন চাহিদা পূরণ করেÑ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৭২। কোনটি সাংস্কৃতিক আদশের্র উদাহরণ? (ক) মূল্যবোধ (খ) যোগাযোগ রক্ষা (গ) ধমির্বশ্বাস (ঘ) ভাষা সঠিক উত্তর : (গ) ধমির্বশ্বাস ৭৩। প্রযুক্তিগত পরিবতর্ন আমাদের সংস্কৃতিতে কীরূপ পরিবতর্ন ঘটাচ্ছে? (ক) ইতিবাচক (খ) নীতিবাচক (গ) নিম্নমুখী (ঘ) মধ্যমুখী সঠিক উত্তর : (ক) ইতিবাচক ৭৪। বতর্মানে বাংলাদেশের মানুষ বিনোদন চাহিদা পূরণ করেÑ (র) যাত্রাপালা (রর) মিডিয়া (ররর) ফেসবুক নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৭৫। সাংস্কৃতিক পরিবতর্ন ত্বরান্বিত করার জন্য কোনটি জরুরি? (ক) সামাজিক পরিবতর্ন (খ) অথৈর্নতিক প্রবৃদ্ধি (গ) মাথাপিছু আয়বৃদ্ধি (ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সঠিক উত্তর : (ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি ৭৬। কোনটির কারণে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে? (ক) তথ্যপ্রযুক্তি (খ) রেডিও (গ) সংবাদপত্র (ঘ) টেলিভিশন সঠিক উত্তর : (ক) তথ্যপ্রযুক্তি