জবির ইউনিট৩-এর ভতির্ পরীক্ষা কাল

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র চার বছর মেয়াদি বিবিএ প্রথম বষের্র ‘ইউনিট-৩’ ব্যবসায় শিক্ষা অনুষদের ভতির্ পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। কাল সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পযর্ন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবষের্র লিখিত ভতির্ পরীক্ষার জন্য ৬৪৯টি (৫+১৮৪+৪৬০) আসনের বিপরীতে ১১, ১২৩ জন শিক্ষাথীর্ মনোনীত হন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০০০০১ থেকে ৩১০৮৬৮ পযর্ন্ত এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর, জবি) ৩১০৮৬৯ থেকে ৩১২৮৯৩ পযর্ন্ত লিখিত পরীক্ষার জন্য নিবাির্চত রোলধারী পরীক্ষাথীের্দর ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষাথীের্ক অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষাথীের্দর আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূলগেট বন্ধ হয়ে যাবে। আসন বিন্যাস ও ভতির্সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।