চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘পরিবতর্নশীল বিশ্বে যুব সমাজ এবং মানসিক স্বাস্থ্য’ শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, যুব সমাজ দেশের অমূল্য সম্পদ। এ অমূল্য সম্পদকে শক্তিতে পরিণত করতে যুব সমাজের শারীরিক সক্ষমতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি অপরিহাযর্ অনুষঙ্গ। তাই একটি সুন্দর জীবন পরিচালনা করার জন্য মানসিক সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইনুন নাহারের সভাপতিত্বে ও বিভাগের অ্যাসিস্টান্ট প্রফেসর সাবিহা সুলতানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কবীর, রেজিস্টার (ভারপ্রাপ্ত) কর এম নুর আহমদ এবং মনোবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আফজাল হাসান। দিনব্যাপী এই অনুষ্ঠানমালার মধ্যে আরও ছিল র‌্যালি, কমর্শালা ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা।