জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

ঘটমান অতীতকাল

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

সুভাষ হালদার, সিনিয়র সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্রা, আজ তোমাদের জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর ৬৩। ‘স্বাগত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) স্ব+আগত খ) সুব+আগত গ) সু+আগত ঘ) স্ব+আগত সঠিক উত্তর : গ) সু+আগত ৬৪। ‘বিদ্বান’-এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) বিদ্বানী খ) বিদুষিনী গ) বিদুষী ঘ) বিদূষী সঠিক উত্তর : গ) বিদুষী ৬৫। আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছিÑ‘গুচ্ছ’ শব্দাংশটি কোন প্রকারের বহুবচন? ক) সমষ্টিবাচক খ) শ্রেণিবাচক গ) প্রাণিবাচক ঘ) গুণবাচক সঠিক উত্তর : ক) সমষ্টিবাচক ৬৬। কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ? ক) জামার্নরা এখনো ফুটবল খেলছে খ) সুমন বই পড়ছিল গ) আজাদ রোজ স্কুলে যেত ঘ) রিমন ঢাকা গিয়েছিল সঠিক উত্তর : খ) সুমন বই পড়ছিল ৬৭। সুন্দরীগাছ সুন্দরবনে পাওয়া যায়Ñ এখানে ‘সুন্দরীগাছ’ কোন পদ? ক) সংজ্ঞাবাচক বিশেষ্য খ) শ্রেণিবাচক বিশেষ্য গ) ভাববাচক বিশেষ্য ঘ) বিশেষণ পদ সঠিক উত্তর : ক) সংজ্ঞাবাচক বিশেষ্য ৬৮। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? ক) সাইরেন বেজে উঠল খ) মা নুসরাতকে চঁাদ দেখাচ্ছেন গ) পাভেল স্কুলে যায় ঘ) হাফিজ চিঠি লিখছে সঠিক উত্তর : খ) মা নুসরাতকে চঁাদ দেখাচ্ছেন ৬৯। কোনটি মৌলিক ধাতু? ক) হাতা খ) ঘুম গ) করা ঘ) দেখ্ সঠিক উত্তর : ঘ) দেখ্ ৭০। কোনটি সরল বাক্য? ক) দুঃখ এবং বিপদ একই সঙ্গে আসে খ) আমি বহু কষ্ট করেছি ফলে সঁাতার শিখেছি গ) যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে ঘ) জগতে অসম্ভব বলে কিছু নেই সঠিক উত্তর : ঘ) জগতে অসম্ভব বলে কিছু নেই