জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

প্রস্বেদনের অপর নাম Ñ

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় Ñ ৩ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১৯। কাÐ ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে কোন প্রক্রিয়া? উত্তর : অভিস্রবণ ২০। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলিকে সচল রাখার জন্য কোন প্রক্রিয়া গুরুত্বপূণর্? উত্তর : অভিস্রবণ ২১। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো কীসের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে? উত্তর : মূলরোমের ২২। কোন উদ্ভিদ সারাদেহ দিয়ে পানি শোষণ করে? উত্তর : পানিতে নিমজ্জিত উদ্ভিদ ২৩। পানি ও খনিজ লবণ পাতায় পেঁৗছে কীসের মাধ্যমে? উত্তর : জাইলেম বাহিকার ২৪। কলয়েডধমীর্ পদাথর্সমূহ মূলত কোন প্রকৃতির? উত্তর : পানিগ্রাহী ২৫। কলয়েডধমীর্ বিভিন্ন পদাথর্ (উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর) যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদাথর্ (উদ্ভিদের ক্ষেত্রে পানি) শোষণ করে তাকে কী বলে? উত্তর : ইমবাইবিশন ২৬। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কী? উত্তর : মাটিস্থ পানি ২৭। মাটিস্থ পানিতে কী দ্রবীভ‚ত অবস্থায় থাকে? উত্তর : খনিজ লবণ ২৮। স্টাচর্, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি পানি শোষণ করতে সক্ষম কেন? উত্তর : কলয়েডধমীর্ গুণের জন্য ২৯। লবণের সম্পূণর্ অণুকে শোষণ করতে পারে না কী? উত্তর : উদ্ভিদ ৩০। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ কয়ভাবে সম্পন্ন করে? উত্তর : ২ ভাবে ৩১। প্রস্বেদনের অপর নাম কী? উত্তর : বাষ্পমোচন ৩২। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নিগর্মন প্রক্রিয়াকে কী বলে? উত্তর : প্রস্বেদন বা বাষ্পমোচন ৩৩। প্রস্বেদন প্রধানত কীসের মাধ্যমে হয়? উত্তর : পত্ররন্ধ্রের ৩৪। লেন্টিসেলের অবস্থান কোথায়? উত্তর : কাÐে ৩৫। প্রস্বেদন কোথায় সংঘটিত হয় তার ভিত্তিতে প্রস্বেদন কত প্রকার? উত্তর : ৩ প্রকার ৩৬। পাতায় খাদ্য তৈরি করেÑ উত্তর : কিউটিকল ৩৭। কীসের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়? উত্তর : প্রস্বেদনের ৩৮। কোন প্রক্রিয়ার কারণে উদ্ভিদের মৃত্যু হতে পারে? উত্তর : প্রস্বেদন ৩৯। কোন প্রক্রিয়াকে ঘবপবংংধৎু বারষ বলা হয়? উত্তর : প্রস্বেদন ৪০। উদ্ভিদ কোষরসের ঘনত্ব বৃদ্ধি কোন প্রক্রিয়ার ফলে হয়? উত্তর : প্রস্বেদন ৪১। কোন প্রক্রিয়ার কারণে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের পাতায় অবিরাম পানি সরবরাহ করা সম্ভব হয়? উত্তর : প্রস্বেদন