বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলা ১ম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

শাদমান শাহিদ, প্রভাষক. আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ১৫ জুন ২০২১, ০০:০০

বিভীষণের প্রতি মেঘনাদ

\হ

১। মাইকেল মধুসূদন দত্ত কত বছর জীবিত ছিলেন?

ক. ৪৮ বছর

খ. ৪৯ বছর

গ. ৫০ বছর

ঘ. ৫১ বছর

সঠিক উত্তর : খ. ৪৯ বছর

২। বাংলায় সনেটের প্রবক্তা কে?

\হক. রবীন্দ্রনাথ ঠাকুর

\হখ. নজরুল ইসলাম

\হগ. সত্যেন্দ্রনাথ দত্ত

\হঘ. মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তর : ঘ. মাইকেল মধুসূদন দত্ত

৩। মধুসূদন দত্ত বু্যৎপন্ন ছিলেন কোনটিতে?

\হক. বহু দেশ ভ্রমণে

\হখ. বহু ভাষায়

\হগ. বহু কথাসাহিত্যে

\হঘ. সব কয়টিতে

সঠিক উত্তর : খ. বহু ভাষায়

৪। 'মেঘনাদবধ-কাব্য' সর্বমোট কয়টি স্বর্গে বিন্যস্ত?

\হক. পাঁচটি

খ. সাতটি

গ. আটটি

ঘ. নয়টি

সঠিক উত্তর : ঘ. নয়টি

৫। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যচর্চার মাধ্যম কী ছিল?

\হক. আরবি ভাষা

\হখ. বাংলা ভাষা

\হগ. ইংরেজি ভাষা

\হঘ. উর্দু ভাষা

সঠিক উত্তর : গ. ইংরেজি ভাষা

৬। রাবণের মধ্যম সহোদরের নাম কী?

ক. শূলপাণি

খ. বাসব

গ. বিভীষণ

ঘ. কুম্ভকর্ণ

সঠিক উত্তর : ঘ. কুম্ভকর্ণ

৭। 'চন্ডাল' কী ধরনের শব্দ?

ক. বিদেশি

খ. তৎসম

গ. অর্ধ-তৎসম

ঘ. বাংলা

সঠিক উত্তর : ক. বিদেশি

৮। 'হায়, তাত, উচিত কি তব এ কাজ?' উক্তিটিতে 'তাত' কথাটি অরিন্দম কাকে উদ্দেশ্য করে বলেছেন?

\হক. কুম্ভকর্ণ

খ. বীরবল

গ. বিভীষণ

ঘ. রাবণ

সঠিক উত্তর : গ. বিভীষণ

৯। নিচের কোন শব্দটি ভিন্নার্থক?

ক. সমর

খ. রণ

গ. আহব

ঘ. অমর

সঠিক উত্তর : ঘ. অমর

১০। মধুসূদন দত্ত কবে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?

\হক. ১৮৩৫ খ্রিষ্টাব্দে

\হখ. ১৮৪০ খ্রিষ্টাব্দে

\হগ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে

\হঘ. ১৮৪৭ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তর : গ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে

১১। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদের অনুপ্রবেশের কারণ-

\হর. প্রার্থনা

\হরর. অলৌকিক ক্ষমতা

\হররর. সৃষ্টিকর্তার আরাধনা

\হনিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১২। চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?

ক. পাঁচটি

খ. চারটি

গ. তিনটি

ঘ. দুটি

সঠিক উত্তর : ঘ. দুটি

১৩। 'কিন্তু নাহি গঞ্জি তোমা'- যে কারণে মেঘনাদ বিভীষণকে অনেক বেশি শ্রদ্ধা করত-

\হর. পিতৃতুল্য বলে

\হরর. পিতৃব্য বলে

\হররর. রাবণের দাস বলে

\হনিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৪। মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি?

ক. উনিশ

খ. আঠারো

গ. সতেরো

ঘ. ষোলো

সঠিক উত্তর : ক. উনিশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে