বাংলা ১ম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৫ জুন ২০২১, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক. আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
বিভীষণের প্রতি মেঘনাদ \হ ১। মাইকেল মধুসূদন দত্ত কত বছর জীবিত ছিলেন? ক. ৪৮ বছর খ. ৪৯ বছর গ. ৫০ বছর ঘ. ৫১ বছর সঠিক উত্তর : খ. ৪৯ বছর ২। বাংলায় সনেটের প্রবক্তা কে? \হক. রবীন্দ্রনাথ ঠাকুর \হখ. নজরুল ইসলাম \হগ. সত্যেন্দ্রনাথ দত্ত \হঘ. মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর : ঘ. মাইকেল মধুসূদন দত্ত ৩। মধুসূদন দত্ত বু্যৎপন্ন ছিলেন কোনটিতে? \হক. বহু দেশ ভ্রমণে \হখ. বহু ভাষায় \হগ. বহু কথাসাহিত্যে \হঘ. সব কয়টিতে সঠিক উত্তর : খ. বহু ভাষায় ৪। 'মেঘনাদবধ-কাব্য' সর্বমোট কয়টি স্বর্গে বিন্যস্ত? \হক. পাঁচটি খ. সাতটি গ. আটটি ঘ. নয়টি সঠিক উত্তর : ঘ. নয়টি ৫। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যচর্চার মাধ্যম কী ছিল? \হক. আরবি ভাষা \হখ. বাংলা ভাষা \হগ. ইংরেজি ভাষা \হঘ. উর্দু ভাষা সঠিক উত্তর : গ. ইংরেজি ভাষা ৬। রাবণের মধ্যম সহোদরের নাম কী? ক. শূলপাণি খ. বাসব গ. বিভীষণ ঘ. কুম্ভকর্ণ সঠিক উত্তর : ঘ. কুম্ভকর্ণ ৭। 'চন্ডাল' কী ধরনের শব্দ? ক. বিদেশি খ. তৎসম গ. অর্ধ-তৎসম ঘ. বাংলা সঠিক উত্তর : ক. বিদেশি ৮। 'হায়, তাত, উচিত কি তব এ কাজ?' উক্তিটিতে 'তাত' কথাটি অরিন্দম কাকে উদ্দেশ্য করে বলেছেন? \হক. কুম্ভকর্ণ খ. বীরবল গ. বিভীষণ ঘ. রাবণ সঠিক উত্তর : গ. বিভীষণ ৯। নিচের কোন শব্দটি ভিন্নার্থক? ক. সমর খ. রণ গ. আহব ঘ. অমর সঠিক উত্তর : ঘ. অমর ১০। মধুসূদন দত্ত কবে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন? \হক. ১৮৩৫ খ্রিষ্টাব্দে \হখ. ১৮৪০ খ্রিষ্টাব্দে \হগ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে \হঘ. ১৮৪৭ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : গ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে ১১। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদের অনুপ্রবেশের কারণ- \হর. প্রার্থনা \হরর. অলৌকিক ক্ষমতা \হররর. সৃষ্টিকর্তার আরাধনা \হনিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ১২। চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি? ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি সঠিক উত্তর : ঘ. দুটি ১৩। 'কিন্তু নাহি গঞ্জি তোমা'- যে কারণে মেঘনাদ বিভীষণকে অনেক বেশি শ্রদ্ধা করত- \হর. পিতৃতুল্য বলে \হরর. পিতৃব্য বলে \হররর. রাবণের দাস বলে \হনিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১৪। মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি? ক. উনিশ খ. আঠারো গ. সতেরো ঘ. ষোলো সঠিক উত্তর : ক. উনিশ