বিষয় : সাধারণ জ্ঞান

জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৫ জুন ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মুর্শিদাবাদের হাজার দুয়ারী
প্রশ্ন : কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়? উত্তর : ১৯৩০ প্রশ্ন : কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো- উত্তর : সোডিয়াম প্রশ্ন : দুখু মিঞা কোন কবিকে বলা হয়? উত্তর : কবি কাজী নজরুল ইসলাম প্রশ্ন : বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? উত্তর : ভিটামিন বি-১২ প্রশ্ন :. মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মাণ করেন কে? উত্তর : নবাব নাজিম হুমায়ুন জা প্রশ্ন : তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে? উত্তর : ৪টি প্রশ্ন. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা? উত্তর : দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন : শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে? উত্তর : ৪ ফেব্রম্নয়ারি প্রশ্ন : 'ঋড়ৎমব ুড়ঁৎ ঋঁঃঁৎব্থ বইটি কার লেখা? উত্তর : এপিজে আব্দুল কালাম প্রশ্ন : শ্রীলঙ্কার জাতীয় খেলা কী? উত্তর : ভলিবল প্রশ্ন : ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম 'বুসেফালাস' যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন? উত্তর : আলেক্সজান্ডার প্রশ্ন : আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন। এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদকে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান? উত্তর : হাওয়া মহল প্রশ্ন : ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ 'ঈশ্বরের শহর' (ঈরঃু ড়ভ এড়ফ)? উত্তর : এলাহাবাদ