শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ড্যাফোডিল পরিবারের সাক্ষাৎ

ডিআইইউ প্রতিনিধি
  ১৫ জুন ২০২১, ০০:০০

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা কংগেস্নামারেট ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধিদল ১২ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মো. মশিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ড নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমানকে অবহিত করে। উপাচার্য গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে এবং মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ড্যাফোডিল পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় প্রথম শীর্ষ ১০টি স্থান অর্জন করায় ড্যাফোডিল পরিবারকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন- ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যানাল কলেজ চাঁদপুরের অধ্যক্ষ মোহাম্মদ জামশেদুর রহমান, ইমিনেন্স কলেজের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসাসন রিপন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে