হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

প্রকাশ | ১৫ জুন ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ১৩ জুন সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ ও ১১টায় ডিভিএম অনুষদের ১৬তম ব্যাচের পরীক্ষার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সশরীরে এ পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। উলেস্নখ্য, সারাদেশে গত ২৪ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চলে আসছে। আন্দোলনে শামিল হয়েছিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরাও। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে হাবিপ্রবির ডিনদের সভার সিদ্ধান্ত মোতাবেক ১০ তারিখ থেকে পরীক্ষা নিতে অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।