বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও নাগরিকতা
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৬ জুন ২০২১, ০০:০০

নবম অধ্যায়

৮৯. সিড ও সনদের মূল বৈশিষ্ট্য হলো-

(র) নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল

(রর) নারীর আইনগত অধিকার নিশ্চিত করে

(ররর) নারীর প্রতি বৈষম্যের প্রতিবন্ধক

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৯০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায়-

(র) মৃতু্যহার হ্রাস

(রর) জনসংখ্যা সমস্যা

(ররর) বাল্যবিয়ে

\হনিচের কোনটি সঠিক?

\হ(ক) র ও রর (খ) রর ও ররর

\হ(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ) রর ও ররর

৯১. জনসংখ্যা সম্পদে পরিণত করতে হলে-

\হ(র) উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা

(রর) কারিগরি শিক্ষার প্রসার ঘটানো

(ররর) জনগণের সচেতনতা বৃদ্ধি করা

\হনিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৯২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে গ্রহণ করা যেতে পারে-

\হ(র) কৃষি ও শিল্পের উন্নয়ন সাধন

(রর) উন্নত বাজার সৃষ্টি

\হ(ররর) বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধি

\হনিচের কোনটি সঠিক?

\হ(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৯৩. পরিবেশগত দুর্যোগের যথাযথ কারণ-

\হ(র) জনসংখ্যা

(রর) মানবসৃষ্ট কার্যাবলি

(ররর) বৃক্ষ নিধন

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪নং প্রশ্নের উত্তর দাও:

মানিক একজন অশিক্ষিত শ্রমিক। পরিবার পরিকল্পনা গ্রহণে তার অনীহা। তার পরিবারের সদস্য সংখ্যা দশ জন। সন্তান নেওয়ার ক্ষেত্রে তিনি মনে করেন মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তার বড় ছেলে পড়াশোনা শেষ না করেই একটি মৎস্য খামার স্থাপন করে।

৯৪. মানিকের অধিক সন্তান নেওয়ার মূলে কোনটি কাজ করেছে?

(ক) অসচেতনতা (খ) অসচ্ছলতা

(গ) শিক্ষার অভাব (ঘ) কুসংস্কার

সঠিক উত্তর: (গ) শিক্ষার অভাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে