প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একাদশ অধ্যায় ২০। একটি বগার্কার ক্ষেত্রের বাহুর দৈঘর্্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বগির্মটার? উত্তর : ১০০ বগির্মটার ২১। বগের্ক্ষত্রের এক বাহুর দৈঘর্্য ১ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত বগর্ সে.মি.? উত্তর : ১ বগের্স.মি. ২২। একটি ত্রিভুজের ভ‚মি ৮ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত বগর্ সে.মি.? উত্তর : ২৪ বগর্ সে.মি. ২৩। একটি আয়তক্ষেত্রের দৈঘর্্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর : ২০০ বগির্মটার ২৪। ১ লিটার = কত ঘন সে.মি.? উত্তর : ১০০০ ঘন সে.মি. ২৫। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৫০ বগির্মটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর দৈঘর্্য কত? উত্তর : ১৫ মিটার ২৬। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪০ বগির্মটার এবং দৈঘর্্য ৮ মিটার হলে, এর প্রস্থ কত? উত্তর : ৫ মিটার ২৭। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৪ বগির্মটার এবং ভ‚মি ৮ সে.মি. হলে, এর উচ্চতা কত সে.মি.? উত্তর : ৬ সে.মি. ২৮। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বগির্মটার এবং উচ্চতা ৮ মিটার হলে, এর ভ‚মি কত সে.মি.? উত্তর : ১২ মিটার ২৯। ১ কুইন্টাল চালের দাম ৪২০০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত? উত্তর : ৪২ টাকা ৩০। ১ সেন্টিগ্রাম = কত গ্রাম? উত্তর : ০.০১ গ্রাম ৩১। ১০০০ ঘন সে.মি. = কত মিলিমিটার? উত্তর : ১০০০ মিলিমিটার